কলকাতা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত মায়ানমারের কনসাল জেনারেল
নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মায়ানমারের কনসাল জেনারেল পাই সো। শুক্রবার ঝাড়খণ্ডের গিরিডির গালাগি গ্রামে পাই সো-র গাড়ি একটি ট্রাককে ধাক্কা মারে। আহত পাইকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
শুক্রবার স্ত্রী ও আরও দুজনের সঙ্গে একটি ইনোভা গাড়িতে চড়ে কলকাতায় আসছিলেন পাই। গিরিডির পুলিস সুপার অখিলেশ ওয়ারিয়ার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গাড়িটি একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে। অন্যদিকে, সূত্রের খবর গয়া থেকে কলকাতায় আসার সময়ে গালাগিতে একটি বাইককে বাঁচাতে গিয়ে ট্রাকে গিয়ে ধাক্কা মারে পাইয়ের গাড়ি।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পাই। তাঁর মুখে গুরুতর আঘাত লাগে। নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পাইয়ের স্ত্রী ও অন্যান্য দু'জনকে ভর্তি করা হয় মিনা হাসপাতালে। তাঁদের আঘাতও গুরুতর।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লিতে মায়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কলকাতা থেকে পাইয়ের মৃতদেহ মায়ানমারে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন-আধার আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার