ভিখারীর হাতে মিলল জঙ্গি হামলার উড়ো চিঠি, তত্পর পুলিস
ফের ভারতে জঙ্গি হামলার হুমকি। চিঠি দিয়ে মিরাট পুলিসকে সতর্ক করা হল সেই হামলার বিষয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পুলিসি তত্পরতা।
ওয়েব ডেস্ক : ফের ভারতে জঙ্গি হামলার হুমকি। চিঠি দিয়ে মিরাট পুলিসকে সতর্ক করা হল সেই হামলার বিষয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পুলিসি তত্পরতা।
আরও পড়ুন- আধার না থাকলে, এবার আপনি ফোনের সিমকার্ডও পাবেন না!
জানা গেছে, আজ সকালে এক ভিখারী মিরাট পুলিসের কাছে এসে ওই চিঠিটি দেন। পুলিসি জেরায় তিনি জানান, এক ব্যক্তি মোটরসাইকেলে চেপে এসে তাঁকে চিঠিটি দেয়। সেই সঙ্গে তাঁকে ১০ টাকাও দেন, এই শর্তে যে তিনি চিঠিটি পুলিসের কাছেই পৌঁছে দেবেন। তারপরই সেখানে থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। চিঠিতে দিল্লি সহ একাধিক এলাকায় জঙ্গি হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও এই ধরনের উড়ো চিঠি পেয়েছে মিরাট পুলিস। তদন্তও করা হয়েছে। এবারও একই রকমভাবে তদন্তে নেমেছে পুলিস।