হিমাচলের পাহাড়ে ভেঙে পড়ল মিগ, নিখোঁজ পাইলট
ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমানের ভেঙে পড়া এখন কার্যত ধারাবাহিক ঘটনা। এরই মধ্যে হিমাচলে দুর্ঘটনার কবলে পড়ল এলিট ফাইটার জেট মিগ-২৯।
ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমানের ভেঙে পড়া এখন কার্যত ধারাবাহিক ঘটনা। এরই মধ্যে হিমাচলে দুর্ঘটনার কবলে পড়ল এলিট ফাইটার জেট মিগ-২৯। ভেঙে পড়া বিমানের পাইলটের সন্ধান মেলেনি। বিমানবাহিনী সূত্রে খবর, মঙ্গলবার রাতে জলন্ধরের আদমপুর বিমানঘাঁটি থেকে লাদাখের উদ্দেশে পাড়ি দিয়েছিল দুটি মিগ-২৯। কিছুক্ষণ পর একটি বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। বিমানটি তখন হিমাচল প্রদেশের লাহুল-স্ফিতি উপত্যকার আকাশে ছিল। খবর আসা মাত্রই লাহুলের সেনা ছাউনি থেকে দ্রুত অকুস্থলের দিকে রওনা হয় উদ্ধারকারী দল। সকালে নিখোঁজ পাইলটের সন্ধান শুরু করেছে বায়ুসেনার হেলিকপ্টার।