জম্মু সীমান্তে গুলির লড়াই, হত অনুপ্রবেশকারী জঙ্গি

ফের পাকিস্তানের মাটি থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল জম্মু ও কাশ্মীরে। তবে নিয়ন্ত্রণ রেখা নয়, এবার পাক পঞ্জাব ও জম্মুর আখনুরের মধ্যবর্তী স্মীকৃত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের চেষ্টা চালাল জঙ্গিরা।

Updated By: Aug 20, 2012, 11:03 AM IST

ফের পাকিস্তানের মাটি থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হল জম্মু ও কাশ্মীরে। তবে নিয়ন্ত্রণ রেখা নয়, এবার পাক পঞ্জাব ও জম্মুর আখনুরের মধ্যবর্তী স্মীকৃত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের চেষ্টা চালাল জঙ্গিরা। সোমবার জম্মু ও কাশ্মীরের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর। আজ সীমান্তের আখনুর সেক্টরে পাক রেঞ্জার্স এবং বিএসএফের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সেই সে সময়ই গুলিতে মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর। এর ফলে জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের অস্ত্র সংবরণ লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। বিএসএফ-এর দাবি, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতেই সীমান্তের ওপার থেকে লাগাতার গুলিবৃষ্টি করে চলেছে পাক রেঞ্জার্স ও সেনাবাহিনী।

.