'হয় হিজাব পর, না হয় ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাক', কাশ্মীরি মেয়েদের এই ভাষাতেই হুমকি জঙ্গিদের
ওয়েব ডেস্ক: হয় হিজাব পর না হলে শাস্তির জন্য তৈরি থাক। এই ভাষাতেই দক্ষিণ কাশ্মীরের মেয়েদের হুমকি দিল জঙ্গিরা। পুলওয়ামা টাউনের দেওয়াল এই মুহূর্তে ভরে গেছে হিজবুল মুজাহিদিনের হাতে লেখা হুমকি পোস্টারে। এই পোস্টারে স্কুল কর্তৃপক্ষগুলিকে মেয়েরা হিজাব পরে আসছে কিনা সেই বিষয়ে কড়া নজর রাখার 'আদেশ; দেওয়া হয়েছে।
এর সঙ্গে সঙ্গে পুলওয়ামাতে সব বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে দিয়েছে এই জঙ্গিরা। কথা না শুনলে ফল হবে ভয়ঙ্কর। দাবি জঙ্গিদের। আরবি স্ক্রিপ্টে লেখা এই হুমকি পোস্টার গুলিতে মাদক সেবনের বিরুদ্ধেও জেহাদ ঘোষণা করা হয়েছে। \
মদ্যপানের মত অনৈতিক কাজ থেকে যুব সমাজকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে এই পোস্টারে।
তবে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের নীতি পুলিসগিরির ঘটনা এই প্রথম নয়। ২০১৩ সালে বারামুল্লায় মেয়েদের পাশ্চাত্য পোশাক পরা, টিভি ও টেলিসিরিয়াল দেখায় নিষেধাজ্ঞা জারি করে একই রকম হুমকি পোস্টার দিয়েছিল হিজবুল জঙ্গিরা।
এই হুমকি পোস্টার কাণ্ডে জড়িত কারা? খুঁজে বার করতে এই মুহূর্তে তৎপর জম্মু-কাশ্মীরের পুলিস।