রাজস্থানের নিখোঁজ মন্ত্রীর দেখা মিলল দিল্লিতে

নিহাল চন্দ মেঘওয়াল,  ৩ বছর আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। রাজস্থান পুলিসের খাতায় অপরাধী মন্ত্রী তিন বছর ধরে নিখোঁজ। বুধবার তাঁকে রাজস্থানের একটি আদালতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু নিখোঁজ মন্ত্রীকে কীভাবে আদালতে পেশ করা যায়? তানিয়ে মাথার ঘাম পায়ে পড়ার যোগার রাজস্থান পুলিসের বড় কর্তাদের।

Updated By: Nov 11, 2014, 03:32 PM IST
রাজস্থানের নিখোঁজ মন্ত্রীর দেখা মিলল দিল্লিতে

নয়াদিল্লি: নিহাল চন্দ মেঘওয়াল,  ৩ বছর আগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। রাজস্থান পুলিসের খাতায় অপরাধী মন্ত্রী তিন বছর ধরে নিখোঁজ। বুধবার তাঁকে রাজস্থানের একটি আদালতে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু নিখোঁজ মন্ত্রীকে কীভাবে আদালতে পেশ করা যায়? তানিয়ে মাথার ঘাম পায়ে পড়ার যোগার রাজস্থান পুলিসের বড় কর্তাদের।

গত জুন মাসে দায়ের করা একটি মামলায় ৪৩ বছরের মন্ত্রী সমেত ১৬ জনকে সমন পাঠানো হয়েছে। তবে এখনও  কোনও সমন পাননি বলে জানয়েছেন মেঘওয়াল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মেঘওয়াল আগে সার ও রসায়ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আজ থেকে তিনি পঞ্চায়েতের দায়িত্ব পাচ্ছেন। বিতর্ক সেভাবে কোনও প্রভাবে ফেলতে পারেনি বলে মনে করছে সমালোচকেরা।

তিনি যে পুলিসের খাতায় "ওয়ান্টেড', সে বিষয়ে মাথ ঘামাতে রাজি নয় তাঁরফ দল ভারতীয় জনতা পর্টিও। বিরোধীদের হইচইয়ে কর্ণপাত করতে রাজি নন বিজেপি নেতারা। ২০১২ সালে এক তরফা দায় সাড়া ভাবে তদন্ত করে তড়িঘড়ি তদন্ত বন্ধ করে দেয় পুলিস। কিন্তু পরে নির্যাতিত মহিলা উচ্চ আদালতের দারস্থ হন।

এই নেতা দীর্ঘদিন ধরেই দিল্লিতে থাকলেও। পুলিস তাঁকে নিখোঁজ দেখিয়ে এসেছে। কেন এমন ঘটনা? মন্ত্রী বলেই কী তিনি পার পেয়ে যাচ্ছেন, উঠছে প্রশ্ন।

 

.