আগামী সংসদ অধিবেশনে ধর্মান্তকরণ বিরোধী বিল আনতে পারে মোদী সরকার
জি নিউজের বিশেষ সূত্রে খবর, আগামী অধিবেশনে পেশ করা হতে পারে বিলটি।
নিজস্ব প্রতিবেদন : আগামী সংসদ অধিবেশনে ধর্মান্তরকরণ রোধে বিল পেশ করতে পারে মোদী সরকার। জি নিউজের বিশেষ সূত্রে খবর, আগামী অধিবেশনে পেশ করা হতে পারে বিলটি।
সূত্রের খবর, এই বিলের ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। বিলটির বিষয়ে চলছে আলোচনা। এই বিলের মাধ্যমে দেশজুড়ে ধর্মান্তকরণ বন্ধ করা হবে।
আরও পড়ুন : কাশ্মীর ভাগ হয়েছে ভারতের সংবিধান মেনেই, মোদী সরকারের পাশে রাশিয়া
গত সোমবারই জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হয়ে যায়। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে সাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে তৈরি হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে আত্মপ্রকাশ করবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। তার আগে তিন তালাক বিল পাশ করিয়ে নেয় মোদী সরকার। আর এর মধ্যেই ধর্মান্তকরণ রোধে বিল পেশের বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিল সরকার।
লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, বাজেট অধিবেশনে ৩৫টি বিল পাশ হয়েছে।তিনি বলেন, "এটি ভারতের ইতিহাসে একটি স্বর্ণালী অধিবেশন হিসাবে লেখা থাকবে।"