সর্দার প্যাটেলের অবদান ছাড়া অসম্পূর্ণ মহাত্মা গান্ধী: নরেন্দ্র মোদী

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা ভারতের ঐক্যকে ধ্বংস করেছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Oct 31, 2014, 05:52 PM IST
সর্দার প্যাটেলের অবদান ছাড়া অসম্পূর্ণ মহাত্মা গান্ধী: নরেন্দ্র মোদী

নয়া দিল্লি: ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা ভারতের ঐক্যকে ধ্বংস করেছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বল্লভভাই প্যাটেলের একশো উনচল্লিশতম জন্মদিবসে শুক্রবার দিল্লির বিজয় চক থেকে 'একতা অভিযান'-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন '' ৩০ বছর আগে ভারতের ঐক্যের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তির জন্মদিনে এমন এক ঘটনা ঘটেছিল যা দেশের একতা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছিল।''

এর সঙ্গেই মোদী বলেন সর্দার প্যাটেল না থাকলে সম্পূর্ণতা পেতেন না গান্ধীজি।  তিনি বলেন ''স্বামী বিবেকানন্দকে ছাড়া যেমন রামকৃষ্ণ পরমহংস অসম্পূর্ণ তেমনই সর্দার প্যাটেলের অবদান ব্যাতীত সম্পূর্ণতা পেতেন না মহাত্মা গান্ধী।'' আজ সকালে দিল্লির প্যাটেল চকে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মূর্তিতে মালা দেন তিনি। সর্দার প্যাটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হচ্ছে।

 

.