মোদীর চা-রাজনীতি, চায়ের দোকানের পর এবার নমোর নজরে চা বিক্রেতারা

চায়ের দোকানে আড্ডায় মোদি। দেশের ৩০০টি শহরের এক হাজার চায়ের দোকানে হাজির হচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। চওয়ালারা সরাসরি কথা বলতে পারবেন মোদির সঙ্গে। তবে গোটা বিষয়টিই নেট ও ডিটিএইচ মারফত।

Updated By: Jan 20, 2014, 11:27 AM IST

চায়ের দোকানে আড্ডায় মোদি। দেশের ৩০০টি শহরের এক হাজার চায়ের দোকানে হাজির হচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। চওয়ালারা সরাসরি কথা বলতে পারবেন মোদির সঙ্গে। তবে গোটা বিষয়টিই নেট ও ডিটিএইচ মারফত।

এছাড়াও চা বিক্রেতাদের সঙ্গে নিয়ে আরও পাঁচটি সভার আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। মোদীর চা প্রীতির পেছনে রাজনৈতিক হিসেবনিকেষের অঙ্ক তুলে ধরে আগেই প্রচার শুরু করেছে কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মোদীর চা-রাজনীতি নিয়ে কটাক্ষ করেছিলেন। মোদীর চা-রাজনীতির সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি নেতা নরেশ আগরওয়ালও।

.