দিল্লির দরজায় পাহাড়ের আবেদন শুনছেন মন্ত্রীরা
গোর্খাল্যান্ডের দাবিতে ফের দিল্লি দরবারে মোর্চা নেতারা। দার্জিলিং এর সাংসদ যশবন্ত সিংহের সঙ্গে দেখা করলেন রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীরা। জিটিএকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়াসহ নানা অভিযোগ করেছেন তাঁরা।
গোর্খাল্যান্ডের দাবিতে ফের দিল্লি দরবারে মোর্চা নেতারা। দার্জিলিং এর সাংসদ যশবন্ত সিংহের সঙ্গে দেখা করলেন রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীরা। জিটিএকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া সহ নানা অভিযোগ করেছেন তাঁরা।
এর আগে আজ সকালে এনসিপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন মোর্চা নেতারা। আসন্ন বাদল অধিবেশনে সংসদে গোর্খাল্যান্ডের বিষয়টি আলোচনার জন্য শরদ পাওয়ারের কাছে আর্জি জানিয়েছেন মোর্চা নেতারা।
শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে কংগ্রেসের ওপর চাপ তৈরির কৌশল নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে, দিল্লির যন্তরমন্তরে দুদিনের রিলে অনশন শুরু করেছেন মোর্চা সমর্থকরা।