মুখ পোড়াল মুখপত্র- সম্পাদক সঞ্জয় নিরূপমকে সরিয়েও চরম অস্বস্তিতে কংগ্রেস
কংগ্রেসের মুখপত্রেই কড়া সমালোচনা সোনিয়া গান্ধীর। টার্গেট এমনকী জওহরলাল নেহরুও! মহারাষ্ট্রে দলীয় মুখপত্র 'কংগ্রেস দর্শন'-এর এমন সেমসাইড গোলে প্রতিষ্ঠা দিবসেই ব্যাকফুটে কংগ্রেস। সুযোগ বুঝে পাল্টা সরব বিজেপিও। এঘটনার জেরে পত্রিকার সম্পাদক সঞ্জয় নিরূপমকে সরিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব।
ওয়েব ডেস্ক: কংগ্রেসের মুখপত্রেই কড়া সমালোচনা সোনিয়া গান্ধীর। টার্গেট এমনকী জওহরলাল নেহরুও! মহারাষ্ট্রে দলীয় মুখপত্র 'কংগ্রেস দর্শন'-এর এমন সেমসাইড গোলে প্রতিষ্ঠা দিবসেই ব্যাকফুটে কংগ্রেস। সুযোগ বুঝে পাল্টা সরব বিজেপিও। এঘটনার জেরে পত্রিকার সম্পাদক সঞ্জয় নিরূপমকে সরিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব।
মুখ পোড়াল মুখপত্র
ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়ে বাজিমাত করেছিল কংগ্রেস। সেই বিতর্কের রেশ না কাটতেই এবার বেকায়দায় সোনিয়া ব্রিগেড। মহারাষ্ট্রে দলীয় মুখপত্র কংগ্রেস দর্শনে প্রকাশিত একাধিক প্রবন্ধের জেরে প্রতিষ্ঠা দিবসেই প্রবল অস্বস্তিতে কংগ্রেস।
টার্গেট সোনিয়া
কংগ্রেস দর্শনের একটি প্রবন্ধে দলের সভানেত্রীকেই সরাসরি সমালোচনার নিশানা করা হয়েছে।
নিশানায় সোনিয়া
সোনিয়ার বাবা ইতালির ফ্যাসিস্ট দলের সদস্য ছিলেন। সদস্যপদ নেওয়ার মাত্র ৬২ দিনের মাথায় কী করে কংগ্রেসর সভানেত্রী হলেন সোনিয়া গান্ধী?
নেহরুও নিশানায়
কংগ্রেসের সবচেয়ে বড় আইকন জওহরলাল নেহরুও ছাড় পাননি। আরেকটি প্রবন্ধে তোপ,
টার্গেট নেহরু
নেহরু কাশ্মীর প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের পরামর্শ নিলে আজকের দিন দেখতে হত না। চিন, তিব্বত ও নেপাল নিয়ে নেহরুর নীতিরও সমালোচনা করা হয়েছে।
মিশন ড্যামেজ কন্ট্রোল
বিতর্ক ধামাচাপা দিতে তড়িঘড়ি তত্পর মুখপত্রের সম্পাদক
তরজা তুঙ্গে
নেহরুকে ঢাল করেই মুখপত্রের মূল্যায়ন খারিজ করতে আসরে সোনিয়া ব্রিগেড। মওকা বুঝে কাউন্টার অ্যাটাকে বিজেপি। জমাট ডিফেন্সে কি আক্রমণ সামাল দিতে পারবে কংগ্রেস? নাকি সেমসাইডের ফায়দা তুলে মাইলেজ নেবে বিজেপিই? নজর এখন সেদিকেই।