অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা মোদীর
ভারতকে আত্মনির্ভর হতে হবে, ঘোষণা মোদীর
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণে দেশের অর্থনীতি বেহাল। সেই অর্থনীতিকে টেনে তোলার ওপরেই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধেয় জাতির উদ্দেশ্য তাঁর ভাষণে দেশের অর্থনীতির উন্নতির জন্য ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মোদী। উদ্দেশ্য দেশকে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।
প্রধানমন্ত্রী বলেন
# দেশের এই সংকটে বিশেষ আর্থিক প্যাকেজে ঘোষণা করছি
# সবে মিলিয়ে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। ২০২০ সাল ভারতকে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
# প্যাকেজের এই টাকা দেশের জিডিপির ১০ শতাংশ
# প্যাকেজে ল্যান্ড, লেবার, লিকিউডিটি, লসের প্রতি জোর দেওয়া হয়েছে।
# এই প্যাকেজ শ্রমিক, কিষাণের জন্য, মধ্যবিত্তদের জন্য, ভারতের শিল্পপতি, সবার জন্য।
আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় কোন জেলায় আক্রান্ত কত বাড়ল? মৃতের সংখ্যা কত বাড়ল? দেখে নিন
# আর্থিক প্যাকেজের ব্যাপারে বিস্তারিত বলবেন অর্থমন্ত্রী।
#WATCH live from Delhi: PM Narendra Modi addresses the nation. https://t.co/MIw1kDZTxf
— ANI (@ANI) May 12, 2020
# লকডাউন ৪ অর্থাত্ চতুর্থ দফার লকডাউন হবে একেবারে নতুন রূপে। রাজ্যগুলি থেকে যে পরামর্শ পাওয়া যাচ্ছে তাতে ১৮ মে-র আগে এনিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
# গত ৬ বছরে যে সংস্কার হয়েছে তাতে এই সংকটের সময়ে ভারত সামলে নিয়েছে। কেন্দ্রের টাকা সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছেছে।
# এই সংকট আমাদের অনেক কিছুই শিখিয়েছে।
# গ্লোবাল সাপ্লাই চেনে অংশ নেবে ভারত।
# এই সংকট এতটাই বড় যে বড়বড় ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে।
# একটা ভাইরাস দুনিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে।
# গোটা দুনিয়া জীবন বাঁচাতে যুদ্ধ করেছে। এমন সংকট দেখিনি, শুনিনি। একেবারে অকল্পনীয়। কিন্তু হার মানা মানুষকে মানায় না।
# সতর্ক থেকে, সব নিময় পালন করে বাঁচতে হবে, এগিয়ে যেতেও হবে। সংকল্প আরও দৃড় করতে হবে। সংকটের থেকেও শক্তিশালী করতে হবে সংকল্পকে।
# এই সংকটে বিশ্বকেও দেখছি, ভারতকেও দেখছি।
# এখন একটাই রাস্তা, আত্মনির্ভর ভারত। রাষ্ট্র হিসেবে আমরা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। এটা একটা সুযোগও।
# করোন শুরুর সময়ে দেশে পিপিই ছিল না। এন ৯৫ মাস্ক ছিল না। এখন রোজ ২ লাখ পিপিই ও ২ লাখ এন ৯৫ মাস্ক তৈরি হচ্ছে। ভারত এখন সংকটকে সুযোগে নিজেকে বদলে নিয়েছে।
# বিশ্বে আত্মনির্ভারতার সংজ্ঞা বদলে গিয়েছে। পুঁজিবাদ বনাম মানবতাবাদের লড়াই শুরু হয়েছে।
আরও পড়ুন-করোনার জেরে বাড়তে চলেছে বাসের ভাড়া, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
# এই সময়ে ভারতের ওষুধ প্রশংসা কুড়িয়েছে। এর জন্য ভারতের গর্ব হওয়া উচিত।।
# আজ ফের ভারত বিকাশের দিকে এগোচ্ছে। তারপরেও বিশ্ব কল্যানের চিন্তা করে।
# ভারতের বিজ্ঞানীরা ওয়াই ২ কে সংকট থেকে মুক্তি দিয়েছিল।
# কচ্ছের ভূমিকম্প দেখেছি। সব ধ্বংস হয়ে গিয়েছিল। তখন কেউ ভাবেনি পরিস্থিতি বদল হবে। কিন্ত কচ্ছ উঠে দাঁড়িয়েছে। কোনও লক্ষ্যই অসম্ভব নয়।
# আত্মনির্ভার ভারত ৫ পিলারের ওপরে দাঁডিয়ে
পরিকাঠানো, সিস্টেম, টেকনোলজি, ডেমোগ্রাফি, ডিমান্ড।