Mulayam Singh Yadav: গুরুতর অসুস্থ মুলায়ম সিং, আইসিইউ-তে ভর্তি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী
বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। গতবছর আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। সেবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ মুলায়ম সিং যাদব। গুরুগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থা রীতিমতো অবনতি ঘটেছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে, হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে আইসিইউসিতে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থ ভুগছেন মুলায়ম। শরীর একেবারেই ভালো নেই। গত বছরের মাঝমাঝিতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল মুলায়মের। তড়িঘড়ি তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের লোকেরা। সেবার ইউরিনের সমস্যা ধরা পড়েছিল। সেবার বেশ কিছুদিন ভর্তি থাকার পর হাসপাতালে থেকে ছাড়া পান সপা-র প্রতিষ্ঠাতা।
Mulayam Singh Yadav health deteriorates, shifted to ICU in Gurugram
Read @ANI Story | https://t.co/773ctmNjyA#mulayamsinghyadav #Gurugram #UttarPradesh pic.twitter.com/6Eag44IfOc
— ANI Digital (@ani_digital) October 2, 2022
ভারতীয় রাজনীতিতে বর্ণময় চরিত্র মুলায়ম সিং। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তিনি। অনুগামীদের কাছে 'নেতাজি' নামে পরিচিত আশি বছরের এই প্রবীণ রাজনীতিক। স্রেফ উত্তরপ্রদেশের ৩ বারের মুখ্য়মন্ত্রী নন, ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন মুলায়ম সিং যাদব। এখন দলের দায়িত্ব সামলাচ্ছেন ছেলে অখিলেশ। বাবার মতোই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেছিলেন তিনি।
আরও পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা