জনতা পরিবারে ভাঙন, বিহারে লালু- নীতীশের হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত মুলায়মের

বিহারে মহাজোটে বড় ধাক্কা নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, কংগ্রেসের মিলিত মহাজোট ছেড়ে বেরিয়ে গেল সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ঘোষণা করেন, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একাই লড়বেন।

Updated By: Sep 3, 2015, 02:30 PM IST
জনতা পরিবারে ভাঙন, বিহারে লালু- নীতীশের হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত মুলায়মের

ওয়েব ডেস্ক: জনতা পরিবারে ভাঙন। বিহারে মহাজোটে বড় ধাক্কা নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, কংগ্রেসের মিলিত মহাজোট ছেড়ে বেরিয়ে গেল সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ঘোষণা করেন, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা একাই লড়বেন।

আসন সংখ্যার বিচারে মুলায়েমের দলের বিহারে কম হলেও ভোট শতাংশের বেশ কিছু জায়গায় সমাজবাদী পার্টির প্রভাব ফেলে দেওয়ার মত নয়। এসপি-র জোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাই কিছুটা হতাশ লালু-নীতীশরা। যদিও তারা বলছেন, মুলায়মের ছেড়ে বেরিয়ে যাওয়াটা কোনও ফ্যাক্টর হবে না।

কিন্তু কেন জোট ছেড়ে বেরোলেন মুলায়ম? শোনা যাচ্ছে আসন রফায় খুশি না হওয়ায় মুলায়ম এমন সিদ্ধান্ত নিলেন।

.