বিরাট বিদ্যুৎ বিপর্যয় মুম্বইতে! বন্ধ ট্রেন, হাসপাতালগুলিকে সতর্কবার্তা BMC-র
BEST-এর তরফে জানানো হয়েছে টাটার গ্রিড থেকে বিদ্যুত্ সরবারহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুত্ বিপর্যয়। এই পরিস্থিতির জেরে সোমবার সকালে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী।
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই ভয়াবহ বিদ্যুত্ বিপর্যয়ের মুখে বানিজ্য নগরী। কার্যত থমকে জীবনযাত্রা। জানা গিয়েছে, মুম্বই, নবি মুম্বই গোটা এলাকা বিদ্যুত্ বিচ্ছিন্ন। গ্রিড বিকল হয়ে যাওয়ায় চরম বিদ্যুত্ বিপর্যয়ের মুখে পড়েছে গোটা মুম্বই নগরী। শুধু মুম্বই নয় প্রভাব পড়েছে শহরতলীতেও। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। কাজ করছে না ট্রাফিক সিগন্যাল। পথে আটকে পড়েছেন যাত্রীরা। তীব্র যানজটে ব্যাহত হয়েছে জীবনযাত্রা. BEST-এর তরফে জানানো হয়েছে টাটার গ্রিড থেকে বিদ্যুত্ সরবারহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুত্ বিপর্যয়। এই পরিস্থিতির জেরে সোমবার সকালে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী।
Mumbai: Commuters seen waiting at Mulund Station as train services are disrupted due to power outage after a grid failure
BMC says, "it will take 45 minutes to 1 hour to restore the power supply." pic.twitter.com/Dwjq4el7Hc
— ANI (@ANI) October 12, 2020
ইতিমধ্যেই টুইট করেছে BMC। টুইটে হাসপাতালগুলোকে নিজেদের বিদ্য়ুৎ-এর ব্যাকআপ সাপ্লাই তৈরি রাখতে বলেছে। প্রয়োজনে মুম্বইবাসীকে কন্ট্রোরুমে ফোন করার কথাও জানানো হয়েছে। ফোন নম্বরগুলি হল 022-22694727, 022-226947725 এবং 022-22704403
Dear Mumbaikars,@mybmc is personally & closely monitoring the status at all private & government hospitals, to ensure that their services continue unhindered, even in the dearth of power supply.
No untoward incident has been reported so far.#MumbaiPowerCut #MyBMCUpdates
— माझी Mumbai, आपली BMC (@mybmc) October 12, 2020