মুজফফরপুর দুর্ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার আত্মসমর্পণ

মুজফফরপুর জেলায় মনোজ বৈঠার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৯ শিশুর। 

Updated By: Feb 28, 2018, 05:02 PM IST
মুজফফরপুর দুর্ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদন: মুজফফরপুরে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মনোজ বৈঠা আত্মসমর্পণ করলেন। দুর্ঘটনায় জখম হয়েছিলেন তিনিও। প্রথমে বৈঠাকে পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে এই গেরুয়া নেতা।

শনিবার দুপুরে মুজফফরপুর জেলার ধরমপুর সরকারি স্কুলের বাইরে মনোজ বৈঠার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুল পড়ুয়াদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ শিশুর, জখম হন অনেকে। মৃতদের বয়স ৮-১০ বছরের মধ্যে।

দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা সীতামারি জেলার বিজেপি নেতা মনোজ বৈঠা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। ঘটনার পর মনোজ বৈঠাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে বিজেপি। 

আরও পড়ুন- ভারতের মুসলিমরা রামের বংশধর, ওয়াইসিকে পাল্টা গিরিরাজের

আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদবের দাবি, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছেন নীতীশ কুমার। তবে বিরোধীদের এমন অভিযোগ উড়িয়ে উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পুলিস। শিশুদের শোকে বিহারের বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই এবছর হোলিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন।  

আরও পড়ুন- চিনের মোকাবিলায় মান্দারিন ভাষা শিখছেন ভারতীয় জওয়ানরা

.