কংগ্রেসের নজর একমাত্র ভোট ব্যাঙ্কে: মোদী

লোকসভা নির্বাচনের প্রচার অভিযান সুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ হয়দরাবাদে মহা সমাবেশে ভাষণ রাখবেন গুজরাত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে পদ্ম রঙে সেজেছে নিজামের শহর। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদী নাম ঘোষণা আর আনুষ্ঠানিক পর্ব বলে মনে করছে রাজনৈতিক মহল।

Updated By: Aug 11, 2013, 05:11 PM IST

হায়দরাবাদে মহা সমাবেশে বক্তব্য রাখলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। নজরে ২০১৪-এর লোকসভা নির্বাচন। দিল্লিতে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মোদী অভিযোগ করেন, এলওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছুই করছে না। তাঁর কথায়, শুধুমাত্র ভোট ব্যাঙ্ক রাজনীতিতেই উৎসাহী কংগ্রেস।
ইউপিএ সরকারকে নিশানায় রেখে মোদী বলেন, "কংগ্রেস মানুষের আস্থা হারিয়েছে। দেশ কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখছে।''
হায়দরাবাদে মোদী সমাবেশের Highlights:
১. হায়দরাবাদে নির্বাচনি প্রচারের সূচনা মোদীর। তেলেগু ভাষায় হায়দরাবাদকে অভিনন্দন গুজরাত মুখ্যমন্ত্রীর। সমাবেশের জন্য ৫টাকা টিকিট কাটার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন তিনি।
২. দিল্লিতে কংগ্রেস মানুষের ভরসায় আঘাত করেছে। আমরা কার ওপর ভরসা করব। সীমান্তে পাঁচ জন জওয়ানকে হত্যা করছে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছি, কবে পাকিস্তানকে জবাব দেবেন? বললেন মোদী।
৩. পাকিস্তান অত্যাচার চালাচ্ছে। সাধারণ মানুষ সব সহ্য করছে। কাশ্মীরে বহু মানুষের ঘর জ্বলছে। কিশওয়ারে যাওয়ার আগে কেন অরুণ জেটলিকে আটকানো হল? প্রশ্ন তুললেন মোদী।
৪. কাশ্মীরের পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে সেনাকে অস্ত্র ব্যবহার কর‍তে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টা সাধারণ ঘটনা নয়। চিন আমাদের সীমান্তে ঢুকে পড়ল, সবাই তা দেখেছে। দিল্লি সরকার আপোষ করে, ভারতীয় সেনাকে ফিরিয়ে নিয়েছে। এটা দূর্ভাগ্যজনক। বললেন মোদী।
৫. সেনা জওয়ানের মাথা কেটে নেওয়া পরেও প্রটোকলের নামে ভারত পাকিস্তানের সঙ্গে আপোষ করছে, মত মোদীর। ভারতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা অন্ধ্র আর মহারষ্ট্রে ঘটে। দুটি রাজ্যেই কংগ্রেস ক্ষমতায় রয়েছে। কংগ্রেস অন্ধ্রের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। অভিযোগ মোদীর।
৬. বিজেপি প্রথম থেকেই তেলেঙ্গানা গোঠনের পক্ষে। কিন্তু কংগ্রেস রাজ্য ভাগের নামে ভাই ভাইয়ে হিংসা ছড়াচ্ছে। তেলেঙ্গানা আর অন্ধ্রর মধ্যে সংঘর্ষ বন্ধ হোক। বললেন মোদী।
৭. কংগ্রেস জমানায় গরিবের অবস্থা আরও খারাপ হয়েছে। তাই আজ খাদ্য সুরক্ষার প্রয়োজন হচ্ছে। বহু মানুষকে বিকাশ থেকে দূরে রেখেছে। কংগ্রেস দেশের জন্য বোঝা। বলেলেন মোদী।

.