মোদীর কথায় লোকসভার ম্যাচ 'ড্রিম টিম' বনাম 'ডার্টি টিম'-এর মধ্যে
আকাশে চপার, নিচে উন্মাদোনা। রাজধানী দিল্লির সমাবেশস্থলে নামলেন নরেন্দ্র মোদী। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে রবিবার মোদীর `মেগা শো`। দিল্লি কাঁপাতে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি।
দিল্লি দখলের ডাকের হুঙ্কারটা দিল্লিতে দাঁড়িয়েই দিলেন নরেন্দ্র দামোদারদাস মোদী। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে নেমে একেবারে লোকসভা ভোটের মহড়া দিয়ে বসলেন মোদী। গান্ধী পরিবার থেকে মনমোহন সিং, কংগ্রেস থেকে দিল্লির সরকার সব কিছুর বিরুদ্ধেই গুজরাটের মুখ্যমন্ত্রী একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। কখনও বললেন এবারের নির্বাচনটা 'ড্রিম টিম' বনাম 'ডার্টি টিমে'র মধ্যে হতে চলেছে।
কখনও বললেন এবারের নির্বাচনটা পরিবারতন্ত্র বনাম গণতন্ত্রর লড়াই। গান্ধী পরিবারকে ঘুরিয়ে আক্রমণ করে বললেন, "দিল্লিতে একাধিক সরকার রয়েছে- তাতে কেউ 'মা'। কেউ 'ছেলে'। কেউ 'জামাই'। এরপরও একটা জোট সরকার দিল্লিতে আছে!"
সঙ্গে দুর্নীতি ইস্যুর কথা তো বললেনই। প্রতি সভাতেই কংগ্রেস সরকারকে আক্রমণের জন্য নতুন কোনও না কোনও অভিযোগ এনে থাকেন। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের কাছের সেই সভায় মোদী বললেন, বিদেশে গিয়ে মনমোহন সিং দেশের গরীবিকে নিয়ে মার্কেটিং করছেন। সব মিলিয়ে রবিবারের রাজধানী শহরের দখল নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।
তবে রাজনৈতিক গবেষকদের মতে আজকের এই সভায় মোদী আসলে ইউপিএ শরিকদের কাছে টানার বার্তা দিলেন। কারণ মোদী ভালই বুঝতে পারছেন শুধুবিজেপি নয় দেশের প্রধানমন্ত্রী হতে হলে তাঁকে এনডিএকে মজবুত করতে হবে। নীতিশ কুমার ছেড়ে যাওয়ার পর এনডিএ বেশ দুর্বল হয়ে পড়েছে, তাই ড্রিম টিম তাঁকে বানাতেই হবে।
আজকের সভায় মোদী ঠিক কী কী বললেন---
আমার সমর্থকদের মন থেকে অভিনন্দন জানাচ্ছি
দিল্লি সরকারে দুর্নীতিতে অতিষ্ট হয়ে উঠেছে জনগন
দিল্লিতে একাধিক সরকার রয়েছে- তাতে কেউ 'মা'। কেউ 'ছেলে'। কেউ 'জামাই'। এরপরও একটা জোট সরকার দিল্লিতে আছে!
দিল্লিতে যদি কেউ সুখী হন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। শুধু ফিতে কাটা ছাড়া তাঁর আর কোনও কাজ নেই
মহিলারা বিপদে পড়লে বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেই তিনি কেন্দ্রকে দায়ী করেন
দিল্লিতে একটি মেয়ে গণধর্ষণের শিকার হলেন। মুখ্যমন্ত্রী বললেন, মেয়েদের তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা উচিত
কমনওয়েলথ দুর্নীতি দেশের ভাবমূর্তি খারাপ করেছে
কেন্দ্র সরকার দুর্নীতির সঙ্গে ঘর করছে। সমস্যার সমাধান না করে এরা কাজ করা বন্ধ করে দিয়েছে। এই সরকার পঙ্গু হয়ে গিয়েছে
বর্তমান ইউপিএ সরকার গান্ধীতে উৎসাহী। আসলে এরা তাতে উৎসাহী যাতে গান্ধীর ছবি ছাপা আছে। এদের দুর্নীত অংক আপনি গুণে কুলোতে পারবেন না
ভারত স্বরাজ চাইছে। তাই সুশাসন আর স্বরাজের ডাক উঠেছে গোটা দেশ থেকে
প্রধানমন্ত্রী আমেরিকায় আছেন
তিনি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করলেন
তিনি ওবামার সামনে বসে অনুনয় করেছেন
তিনি বলেছেন, আমি গরীব দেশ থেকে এসেছি
প্রধানমন্ত্রী আপনি দেশের দারিদ্র বেচে এসেছেন
লজ্জায় মাথা নেমে যায়
মনমোহন সিংয়কে কটুক্তি করায় নাওয়াজ শরিফের সমালোচনা মোদী
জি ২০ সামিট থেকে ফেরার পথেই মনমোহন সিং ঘোষণা করেদিয়েছেন তিনি 'সাহাজাদার' কথায় চলবেন
কিন্তু ইউ পি এর জোট শরিকদের প্রশ্ন করছি, আপনারা বলুন আপনারা কার কথায় চলবেন, সাহাজাদার কথায় না ভারতীয় সংবিধান মেনে চলবেন?
কোনও দেশ এভাবে চলতে পারে না
সামনে দিল্লি বিধানসভার নির্বাচন রয়েছে, ২০১৪-এয় লোকসাভ নির্বাচনও রয়েছে
আজ পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন
কিন্তু দেশের মানুষের সন্দেহ আপনি সন্ত্রাসবাদ বিরোধী কোনও কথা তাঁকে বলতে পারবেন কী না