নরেন্দ্র মোদী অ্যাপের সৌজন্যে লাভবান রাজস্থানের কৃষকরা
নরেন্দ্র মোদী অ্যাপে অভিযোগ জানিয়ে চারগুণ বেশি ক্ষতিপূরণ পেলেন রাজস্থানের বুন্দি জেলার চাষিরা।
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদী অ্যাপের সৌজন্যে কোটি টাকা লাভ করলেন রাজস্থানের বুন্দি জেলার বহু চাষি। জমি অধিগ্রহণ আইনে চারগুণ ক্ষতিপূরণ পেলেন তাঁরা।
বুন্দি জেলার ২১৬.৬১২ হেক্টর জমি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। ২০১৩ সালের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত আইনে ক্ষতিপূরণও পেয়েছিলেন তাঁরা। ২৯.৩১ কোটি টাকা ক্ষতিপূরণের মধ্যে ১৭.৮৪ টাকা দেওয়া হয়েছিল চাষিদের।
আরও পড়ুন- ঋণখেলাপির নামে প্রতারণা রুখতে কড়া দাওয়াই কেন্দ্রীয় সরকারের
তবে ক্ষতিপূরণের অঙ্কে খুশি ছিলেন না চাষিরা। নতুন আইনে ক্ষতিপূরণ চাইছিলেন। এরপরই মোবাইলে নরেন্দ্র মোদী অ্যাপ ডাউলোড করে অভিযোগ জানান তাঁরা। সমস্যার সমাধান হয়। চার গুণ বেশি ক্ষতিপূরণ পেয়েছেন বুন্দির কৃষকরা। গুগল প্লে স্টোরে নরেন্দ্র মোদী অ্যাপ রয়েছে। সেখানে নিজেদের অভাব অভিযোগের কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন দেশবাসী।