মন্ত্রিসভার রদবদলের আগের দিন তৈরি হল নতুন মন্ত্রক, 'ঐতিহাসিক পদক্ষেপ', বলল কেন্দ্র

সমবায় মন্ত্রকের গঠনের ঘোষণা বাজেটে করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

Updated By: Jul 7, 2021, 12:11 AM IST
মন্ত্রিসভার রদবদলের আগের দিন তৈরি হল নতুন মন্ত্রক, 'ঐতিহাসিক পদক্ষেপ', বলল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: মন্ত্রিসভার রদবদলের আগের দিন নতুন মন্ত্রক তৈরি করল মোদী সরকার। প্রধানমন্ত্রীর মন্ত্র 'সহকার সে সমৃদ্ধি'কে সফল করতে এই নয়া মন্ত্রক গঠিত বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, দেশে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে প্রশাসনিক, আইনি ও নীতিগত কাঠামোর ব্যবস্থা করবে সমবায় মন্ত্রক। তৃণমূলস্তরে পৌঁছবে সমবায়ের পরিষেবা। প্রতিটি সদস্যের দায়িত্বে সমবায় নির্ভর উন্নয়ন কাঠামো খুবই তাৎপর্যপূর্ণ। সমবায়ের জন্য শিল্পবান্ধব ব্যবস্থা তৈরি করবে মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে তিনি লেখেন,'বাজেট ঘোষণা অনুযায়ী সমবায় মন্ত্রক গঠন করায় আমি নরেন্দ্র মোদী সরকারের কাছে কৃতজ্ঞ। এতে 'সহকার সে সমৃদ্ধি' ভাবনার প্রসার ঘটবে। তৃণমূলস্তরে পৌঁছে যাবে সমবায়। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।'      
          

সমবায় মন্ত্রকের গঠনের ঘোষণা বাজেটে করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চলতি বছর ১ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, 'মাল্টি-স্টেট কো-অপারেটিভের উন্নয়নে বদ্ধপরিকর সরকার। সমবায়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য আলাদা প্রশাসনিক কাঠামো গড়ার প্রস্তাব দিচ্ছি।'    

আরও পড়ুন- দিলীপ, লকেট, শান্তনু ও নিশীথ- মন্ত্রিসভার সম্প্রসারণে কার কাছে দিল্লির ফোন?
         

.