আতঙ্কের দিল্লি: চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার নাইজেরিয়ান মহিলা
আতঙ্কের সেই রাত আরও একবার ফিরে এল রাজধানীর বুকে। চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক নাইজেরিয়ান মহিলা। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিস।
নয়া দিল্লি: আতঙ্কের সেই রাত আরও একবার ফিরে এল রাজধানীর বুকে। চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হলেন এক নাইজেরিয়ান মহিলা। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিস।
শুক্রবার গভীর রাত ২টা ৪৩ নাগাদ পশ্চিম দিল্লির ময়ূর বিহার অঞ্চলে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন নিগৃহীতা।
পথচলতি এক ব্যক্তি ওই মহিলাকে দেখতে পেয়ে পুলিসকে ফোন করে।
পুলিস জানিয়েছে, মদ্যপ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন ''ওই মহিলা আমাদের জানিয়েছেন তিনি অভিযুক্তের গাড়িতে উঠেছিলেন। দক্ষিণ দিল্লির সাকেত অঞ্চলে গাড়িতেই গণধর্ষণের শিকার হয়েছেন তিনি।''
পুলিসের তথ্য অনুযায়ী নিগৃহীতা অভিযুক্তদের চিনতেন না। ময়ূর বিহারের কাছে এসে কোনও রকমে তিনি গাড়ি থেকে ঝাঁপ মারেন।
পুলিস জানিয়েছে অভিযুক্ত প্রত্যেকেই ময়ূর বিহার অঞ্চলেরই বাসিন্দা।