আইন অনুযায়ীই মুক্তি নির্ভয়াকাণ্ডের দোষী নাবালকের

গতকালই ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেও নির্ভয়ার পরিবার আশা করেছিল যদি ওই নাবালক দোষীর মুক্তি রদ করা যায়। সেই বিষয়ে শুনানির কথা ছিল আজ। সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ আজ তাঁদের রায় জানিয়ে দিলেন। সেই অনুযায়ী দোষী নাবালক মুক্তি পেয়ে গেল। আইনে নেই, তাই দোষী নাবালককে ছেড়ে দিতে হল!

Updated By: Dec 21, 2015, 12:26 PM IST
 আইন অনুযায়ীই মুক্তি নির্ভয়াকাণ্ডের দোষী নাবালকের

ওয়েব ডেস্ক: গতকালই ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেও নির্ভয়ার পরিবার আশা করেছিল যদি ওই নাবালক দোষীর মুক্তি রদ করা যায়। সেই বিষয়ে শুনানির কথা ছিল আজ। সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ আজ তাঁদের রায় জানিয়ে দিলেন। সেই অনুযায়ী দোষী নাবালক মুক্তি পেয়ে গেল। আইনে নেই, তাই দোষী নাবালককে ছেড়ে দিতে হল!

এই রায়ের ফলে ক্ষোভে ফুঁসছে দিল্লি। জুভেনাইল আইন নিয়ে শুধু বাইরে নয়, সংসদেও কেন্দ্রকে তোপ বিরোধীদের। নাবালকের মুক্তি রদের আর্জি খারিজ হওয়ায় সংসদে বিরোধীরা প্রশ্ন করেন, তাহলে কেন এই আইন বদল করা হচ্ছে না?

.