Bihar: RJD-র ইফতারে হাজির Nitish, জোটের জল্পনা জোরদার রাজনৈতিক মহলে
নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিহারে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক সাম্প্রতিককালে বেশ খারাপ হয়েছে। ক্ষমতা ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যেই বিরোধ চলছে
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়ি গেলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। শুক্রবার RJD-র ইফতার পার্টিতে যোগ দেন তিনি।
জানা গেছে গত কিছুদিনে বিহারে BJP-র সঙ্গে JD(U)-র সম্পর্ক আগের তুলনায় খারাপ হয়েছে। ইফতার পার্টিতে রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন তিনি। নিতিশ কুমার পায়ে হেঁটেই নিজের ৭, সারকুলার রোডের বাংলো থেকে যান রাবড়ি দেবির ১০ সারকুলার রোডের বাংলোয়। সামনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিহার সফরে যাবেন।
জানা গেছে যে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং RJD নিজেদের মধ্যে সমস্যা ধীরে ধীরে সমাধান করছে এবং তারা আগের তুলনায় অনেক বেশি কাছাকাছি এসেছেন। এছাড়াও RJD-র প্রধান লালু প্রসাদ যাদবকে ঝাড়খণ্ড আদালত পশু খাদ্য মামলায় জামিন দিয়েছে।
ইফতার পার্টির জন্য নীতীশ কুমারের রাবড়ি দেবীর বাড়িতে যাওয়া বিজেপির সঙ্গে তার দর কষাকষির ক্ষমতা বাড়াবে। এমনও একটি সম্ভাবনা রয়েছে যে জেডি(ইউ) এবং আরজেডির কাছাকাছি আসতে পারেন।
আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ UGC, AICTE-র
নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিহারে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক সাম্প্রতিককালে বেশ খারাপ হয়েছে। ক্ষমতা ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যেই বিরোধ চলছে।
তিনি নিজেই, সংবাদমাধ্যমের সঙ্গে একটি আলোচনায় বলেন যে তিনি রাজ্যসভায় কখনও কাজ করেননি। অন্যদিকে তাকে উপরাষ্ট্রপতি পদের দাবিদার বলে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।