যৌন হেনস্থার প্রতিবাদ! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাত থেকে মেডেল নিতে অস্বীকার আইনের সেরা ছাত্রীর
যদিও এ দিন বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার জানান, “দুর্ভাগ্যজনক। আজ তিনি উপস্থিত নেই। অনুপস্থিতি হিসাবেই মেডেল প্রদান করা হবে।”
নিজস্ব প্রতিবেদন: পদাধিকার বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’। নিয়ম অনুযায়ী, শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কিন্তু তাঁর হাত থেকে শংসাপত্র নিতে গরহাজির ছিলেন আইনের সেরা ছাত্রী সুরভী কারওয়া। তাঁর এই অনুপস্থিতিতে গুঞ্জন তৈরি হয় বিভিন্ন মহলে। পরে সুরভী সংবাদ মাধ্যমকে জানান, তিনিই ইচ্ছা করেই এ দিন গরহাজির ছিলেন। কারণ হিসাবে জানান, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা ‘যৌন হেনস্থার’ অভিযোগে প্রতিবাদ জানাতেই তাঁর হাত থেকে শংসাপত্র নিতে অস্বীকার করেন সুরভী।
যদিও এ দিন বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার জানান, “দুর্ভাগ্যজনক। আজ তিনি উপস্থিত নেই। অনুপস্থিতি হিসাবেই মেডেল প্রদান করা হবে।” সুরভী জানান, কয়েক দিন আগেই জেনেছিলেন তাঁকে মেডেল দেওয়া হবে। সে দিন থেকেই ভাবতে শুরু করেন প্রধান বিচারপতির বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ জানাবেন? পরে সিদ্ধান্ত নেন, ওই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে তাঁর বার্তা পৌঁছে দেবেন। উল্লেখ্য, সুরভী স্নাতকোত্তর স্তরে সংবিধান আইন নিয়ে পড়াশোনা করেন।
আরও পড়ুন- রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন মনমোহন সিং
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন সুপ্রিম কোর্টেরই এক মহিলা কর্মী। পাশপাশি ওই মহিলার অভিযোগ, প্রভাব খাটিয়ে তাঁর স্বামীকে পুলিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়। আইনজীবী মহলেও এ নিয়ে বিক্ষোভ তৈরি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে এক কমিটি তৈরি করা হয়, যা পরে ওই মহিলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে কমিটি। নিরপেক্ষ বিচার হল না বলে আক্ষেপ করেন ওই মহিলা।