অসমে আজমলের দলের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের নিশানায় সেনা প্রধান

সেনা প্রধানের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। তিনি বলেন, ‘সব কিছুতেই রাজনীতি দেখা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সেনা প্রধান ‌যা বলতে চান তা তাঁকে বলতে দেওয়া হোক। কারও ‌তা পছন্দ না  হতেই পারে।

Updated By: Feb 25, 2018, 08:26 PM IST
অসমে আজমলের দলের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের নিশানায় সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদন: সেনা প্রধানের বিরুদ্ধেই এবার তোপ দাগল কংগ্রেস। দলের নেতা ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রবিবার মন্তব্য করেন, অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে দেশের কোনও সেনা প্রধানকে রাজনীতিতে আসার অনুমতি দেওয়া উচিত নয়।

সেনা প্রধান বিপিন রাওয়াতের সমালোচনায় সরব গগৈ বলেন, ‘স্বাধীনতার পর আমি এমন কোনও সেনা প্রধানকে দেখিনি ‌যিনি কোনও রাজনৈতিক দলের হয়ে কথা বলেছেন। সেনা প্রধান কাজই হল দেশকে শত্রুর হাত থকে বাঁচানো। সেনা প্রধানের উচিত দেশের নিরাপত্তার দিকটা খেয়াল রাখা। কেন দল কতটা বাড়ছে তা ওঁর কাজের মধ্যে পড়ে না।’

কেন এরকম মন্তব্য গগৈয়ের? তাঁর কসুর তিনি বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফের বাড়বাড়ন্ত নিয়ে মন্তব্য করেছিলেন। সম্প্রতি ডিআরডিও-র একটি অনুষ্ঠানে গিয়ে সেনা প্রধান কথা প্রসঙ্গে বলেন, ‘অসমে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট(এআইইউডিএফ) বিজেপির থেকেও রাজ্যে দ্রুত বেড়েছে। এর পেছনে রয়েছে রাজ্যে মুসলিমদের অবৈধ প্রবেশ। রাজ্যের বেশ কয়েকটি জেলায় অস্বাভাবিক হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

অারও পড়ুন-"আমি ভগবানকে ঘৃণা করি, শ্রীদেবীকে ঘৃণা করি", স্মৃতিচারণায় বিহ্বল রামু

এদিকে, সেনা প্রধানের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। তিনি বলেন, ‘সব কিছুতেই রাজনীতি দেখা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সেনা প্রধান ‌যা বলতে চান তা তাঁকে বলতে দেওয়া হোক। কারও ‌তা পছন্দ না  হতেই পারে।’

.