সুদ কমাচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক
সরকার লাগাম ছাড়া সংস্কারের পথে হাঁটলেও বেড়ে চলা মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আপাতত সুদ কমানোর রাস্তায় হাঁটল না রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার ঘোষণা হওয়া নতুন ঋণনীতিতে তাই অপরিবর্তিত রাখা হল রেপোরেট।
সরকার লাগাম ছাড়া সংস্কারের পথে হাঁটলেও বেড়ে চলা মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে আপাতত সুদ কমানোর রাস্তায় হাঁটল না রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার ঘোষণা হওয়া নতুন ঋণনীতিতে তাই অপরিবর্তিত রাখা হল রেপোরেট।
একইসঙ্গে অপরিবর্তিত রিভার্স রেপো রেটও। তবে ক্যাশ রিজার্ভ রেশিও ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। একদিকে মুদ্রাস্ফীতির চাপ। অন্যদিকে লাগামছাড়া সংস্কারের পথে পা বাড়ানো কেন্দ্রীয় সরকার। এই দুইয়ের মাঝে রিজার্ভ ব্যাঙ্কের নয়া ঋণনীতি কী করে সামঞ্জস্য রাখে সেদিকেই এতদিন তাকিয়ে ছিল গোটা দেশ। এইদিন রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস সব মহলেই।