দিল্লিতে ফের খুন উত্তর-পূর্ব ভারতের যুবক

দিল্লিতে ফের খুন উত্তর-পূর্ব ভারতের এক যুবক। গত রাতে পিটিয়ে খুন করা হল মণিপুরের বাসিন্দা বছর তিরিশের এক যুবককে।  দিল্লিতে মুনিরকা এলাকায় থাকতেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ওই যুবক। জানা গিয়েছে,  দক্ষিণ দিল্লির কোটলা মুবারাকপুর এলাকায় কয়েকজনের সঙ্গে বচসা হয় শালনি নামে ওই যুবকের। এরপরই তাঁকে বেধড়ক পেটানো হয়। পুলিস মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

Updated By: Jul 21, 2014, 10:03 AM IST

দিল্লি: দিল্লিতে ফের খুন উত্তর-পূর্ব ভারতের এক যুবক। গত রাতে পিটিয়ে খুন করা হল মণিপুরের বাসিন্দা বছর তিরিশের এক যুবককে।  দিল্লিতে মুনিরকা এলাকায় থাকতেন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ওই যুবক। জানা গিয়েছে,  দক্ষিণ দিল্লির কোটলা মুবারাকপুর এলাকায় কয়েকজনের সঙ্গে বচসা হয় শালনি নামে ওই যুবকের। এরপরই তাঁকে বেধড়ক পেটানো হয়। পুলিস মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে খুন হন অরুণাচলের ছাত্র নিডো তানিয়াম। তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সে সময় বিক্ষোভে সামিল হন উত্তরপূর্বের ছাত্রছাত্রীরা। তার রেশ কাটতে না কাটতেই গতকাল খুন হলেন আরও এক উত্তর-পূর্বের যুবক। প্রশ্ন উঠেছে পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে।

.