বিরোধীদের কাছ থেকে টাকা নিয়ে দলীয় সদস্যদের স্টিং অপরেশন চালাতে বললেন কেজরিওয়াল
আসন্ন ৭ তারিখ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির সদস্যদের ঘুষ দিয়ে কেনার চেষ্টা করছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার, এমনটাই অভিযোগ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
নয়া দিল্লি: আসন্ন ৭ তারিখ দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির সদস্যদের ঘুষ দিয়ে কেনার চেষ্টা করছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার, এমনটাই অভিযোগ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
একটি টুইট করে কেজরিওয়াল জানিয়েছেন তিনি দলীয় সদস্যদের বলেছেন বিরোধীরা টাকা দিতে এলে তাদের আসল চরিত্র জনসমক্ষে ফাঁস করার জন্য, সেই টাকা নিয়ে সদস্যরা যেন স্টিং অপরেশন চালান।
Opponents trying to "buy" our volunteers. I have told volunteers not to refuse anyone who approach.Paise lekar sting kar lo. Spread this msg
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 29, 2015
তবে এই প্রথমবার কেজরিওয়াল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনলেন এমনটা নয়। এর আগে তিনি দিল্লির আম জনতাকে বলেছিলেন কংগ্রেস, বিজেপি টাকা দিতে এলে সেই টাকা গ্রহণ করে ভোটটা আপ-কেই দিতে।
রাজধানীতে নির্বাচনের আগে কেজরিওয়ালের একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে নির্বচন কমিশন ইতিমধ্যেই তাঁকে সতর্ক করেছে।