এখানেও চালু করব এনআরসি, হুঁশিয়ারি দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারির

মনোজ তিওয়ারি বলেন, অনুপ্রবেশকারীরা রাজধানীর জন্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে

Updated By: Aug 31, 2019, 12:16 PM IST
এখানেও চালু করব এনআরসি, হুঁশিয়ারি দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারির

নিজস্ব প্রতিবেবন: অসমে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের পরই রাজধানীতে ওই তালিকা প্রকাশের দাবি করলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি।

আরও পড়ুন-লকেটের সভায় পতাকা টাঙানোর পরই গুড়াপে বিজেপি কর্মীকে মাঠে ঘিরে ধরে বুকে গুলি

শনিবার সকাল দশটায় প্রকাশিত হয়েছে এনআরসি-র চূড়ান্ত তালিকা। এনিয়ে দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বলেন, রাজধানীতেও এনআরসির প্রয়োজন। দিনদিন পরিস্থিতি খারাপ হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীরা রাজধানীর জন্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখানেও আমরা এনআরসি চালু করব।

সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি বলেন, রাজধানীতে অবৈধভাবে বসবাস করছেন ২০ লাখ মানুষ। উদ্বাস্তুর সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীর তফাত রয়েছে। সীমান্ত পার করে এসে পার করে এদেশে এসে এরা নথি বানিয়ে নিচ্ছে। এদের অনেকেই বল্তি বাস করেন। ভারতের মতো জনবহুল দেশে এমনিতেই মানুষের কর্মসংস্থান করতে সরকারের নাভিশ্বাস উঠেছে। তার ওপরে এরা চেপে বসেছে। এরা শুধু দেশের বোঝাই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও এরা বিপদজনক হয়ে উঠছে।

আরও পড়ুন-অসমে প্রকাশিত হল নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা, বাদ পড়ল ১৯ লক্ষের নাম

উল্লেখ্য, আজ সকাল দশটা নাগাদ প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা। এই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। চূড়ান্ত তালিকায় তা অনেকটাই কমল।

.