JEE পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াত বিনামূল্যে, ঘোষণা ওড়িশা সরকারের

ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী৷ সেপ্টেম্বরের ১ থেকে ৬-এর মধ্যে JEE পরীক্ষা হবে৷

Updated By: Aug 29, 2020, 10:32 AM IST
JEE পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াত বিনামূল্যে, ঘোষণা ওড়িশা সরকারের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা,  খাওয়া ও যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করল ওড়িশা সরকার৷

শুক্রবারই ওড়িশার মুখ্য সচিব একে ত্রিপাঠী জানিয়েছেন,  JEE পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ানোর যাবতীয় দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার৷ একই ব্যবস্থা থাকবে NEET পরীক্ষার্থীদের জন্যও৷

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা৷ করোনা পরিস্থিতির মধ্যে দোসর প্লাবন৷ ওড়িশার একটি বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত৷ তাই পরীক্ষার্থীদের যাতে কোনও রকম বিপদ বা ঝুঁকির সৃষ্টি হয়,  তার জন্য থাকা,  খাওয়া ও যাতায়াতের যাবতীয় খরচের দায়িত্ব নিল সরকার৷

আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির

ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী৷ সেপ্টেম্বরের ১ থেকে ৬-এর মধ্যে JEE পরীক্ষা হবে৷ ওড়িশার মুখ্যসচিব পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন,  তারা যেন নোডাল অফিসে তাদের যাবতীয় তথ্য জানায় ৩১ অগাস্টের মধ্যে৷ যাতে পরীক্ষার দিন ফ্রি-তে সব পরিষেবা পায় তারা৷ অতিমারির জন্য সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে রেখেছে ওড়িশা সরকার৷

Tags:
.