পকেটে নেই কানাকড়িও, বাবা-মাকে কাঁধে নিয়ে ৪০ কিমি পাড়ি ব্যক্তির, দেখুন
ওয়েব ডেস্ক : দানা মাঝিকে মনে আছে? শববাহী গাড়ি না পেয়ে, যিনি মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছিলেন। ওডিশার কালাহান্ডির বাসিন্দা সেই দানা মাঝিকে নিয়ে এক সময় তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। নিজের সমর্থ ছিল না, তাই প্রায় ১২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মৃত স্ত্রীকে বহন করে নিয়ে গিয়েছিলেন দানা মাঝি। এবার সেরকমই আরও একটি ছবি সামনে এল।
ঘটনাস্থল এবার ওডিশার ময়ুরভঞ্জ। কালাহান্ডির পর এবার ওডিশার ময়ুরভঞ্জ-এর এক ব্যক্তি বাবা-মাকে কাঁধে নিয়ে আদালতে পৌঁছন। জানা যাচ্ছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানিতে হাজির হতেই ওই ব্যক্তি নিজের বাবা-মাকে বাঁকে নিয়ে কাঁধে চাপিয়ে পাড়ি দিলেন প্রায় ৪০ কিলোমিটার রাস্তা।
আর সেই ভিডিও প্রকাশ হতেই, তা ভাইরাল হয়ে যায়। অর্থের অভাবেই ওই ওডিশার ওই ব্যক্তি বাবা-মাকে কাঁধে চাপিয়ে কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন বলেই মনে করছে বিভিন্ন মহল। দেখুন সেই ভিডিও..
#WATCH: Tribal man in Odisha's Mayurbhanj travels 40 kms on foot carrying his parents seeking justice in an alleged fake case against him. pic.twitter.com/ULn6KGLLba
— ANI (@ANI) September 1, 2017