হাতির হামলা থেকে প্রাণে বাঁচতে গাছের উপর রাত কাটাচ্ছে গোটা গ্রাম!
জানা গিয়েছে, অন্তত ১০টি হাতির একটি দল ওই গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: হাতির উপদ্রবে ঘর-বাড়ি সর্বস্ব খুইয়েছেন তিনি। হত দরিদ্র, তাই ফের বাড়ি বানিয়ে নেওয়ারও সাধ্য নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন উদিয়া মহাকুদ নামের এক বছর চল্লিশের ব্যক্তি। সঙ্গে তাঁর পাঁচ বছরের ছেলেও রয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝাড়ে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উদিয়া কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের বাসিন্দা। একা উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাকেই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাতে হচ্ছে। বনদফতর সূত্রে খবর, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। জানা গিয়েছে, এরই মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।
Sadar Range officer, forest dept Keonjhar: We also talked to him and made him understand. He has now returned to the village. A squad has been formed by forest dept to track the movement of elephants." #Odisha (12.08.2019) https://t.co/aTR6ebL6UK
— ANI (@ANI) August 13, 2019
আরও পড়ুন: আজ সম্প্রচারিত হবে বিয়ার গ্রিলস ও মোদীর দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার
বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির গতিবিধির উপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।