প্রাচীনতম অমীমাংসিত দেওয়ানি মামলা ঝুলে রাজস্থান হাইকোর্টে
"Justice delayed is justice denied" কথাটা সবারই জানা। কিন্তু কতটা দেরী হলে বিচার 'denied' হয়ে যায়! কমবেশি আমরা সকলেই জানি যে আদালতে প্রচুর মামলা জমে থাকে, সহজে নিস্পত্তি হয় না। কিন্তু কত পুরানো মামলা আজও অমীমাংসিত হয়ে রয়েছে দেশের বিচার ব্যবস্থায় সেবিষয়ে কী কোনও ধারনা রয়েছে আপনার? যদি বলি ১৯৫৬ সালের মামলা নিস্পত্তি না হয়ে আজও ঝুলে রয়েছে! কী পিলে চমকে গেল তো! তাহলে আজই দেশের আইন ও বিচার প্রতিমন্ত্রী পিপি চৌধুরির কবুল করা কিছু তথ্য জেনে ভাল করে চমকে উঠুন-
ওয়েব ডেস্ক: "Justice delayed is justice denied" কথাটা সবারই জানা। কিন্তু কতটা দেরী হলে বিচার 'denied' হয়ে যায়! কমবেশি আমরা সকলেই জানি যে আদালতে প্রচুর মামলা জমে থাকে, সহজে নিস্পত্তি হয় না। কিন্তু কত পুরানো মামলা আজও অমীমাংসিত হয়ে রয়েছে দেশের বিচার ব্যবস্থায় সেবিষয়ে কী কোনও ধারনা রয়েছে আপনার? যদি বলি ১৯৫৬ সালের মামলা নিস্পত্তি না হয়ে আজও ঝুলে রয়েছে! কী পিলে চমকে গেল তো! তাহলে আজই দেশের আইন ও বিচার প্রতিমন্ত্রী পিপি চৌধুরির কবুল করা কিছু তথ্য জেনে ভাল করে চমকে উঠুন-
- ১৯৫৬ সালে দায়ের হওয়া দেশের প্রাচীনতম জমে থাকা দেওয়ানী মামলাটি রয়েছে রাজস্থান হাইকোর্টে।
- দেওয়ানী মামলার ক্ষেত্রে তালিকায় তারপরই রয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট (১৯৫৮ সালে দায়ের হওয়া) এবং ওড়িশা হাইকোর্ট (১৯৬১তে দায়ের হওয়া)।
- প্রাচীনতম অমীমাংসিত ফৌজদারি মামলা ১৯৭৬ সাল থেকে 'পেন্ডিং' হয়ে রয়েছে এলাহাবাদ ও জম্মু-কাশ্মীর হাইকোর্টে। (আরও পড়ুন- EPFO-র এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫০ লাখেরও বেশি মানুষ!)