উত্তাল হওয়ার আঁচ রেখেই আজ বাদল অধিবেশনের শেষদিন, ঘোষণা হতে পারে সাইন ডাই

 সিসিপিএর বৈঠকের পরই দলীয় বৈঠকের ডাক দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু । অন্যদিকে বিনা আলোচনায় আজ অধিবেশন শেষ হলে ঘোষণা হতে পারে সাইন ডাই ।

Updated By: Aug 13, 2015, 10:46 AM IST
উত্তাল হওয়ার আঁচ রেখেই আজ বাদল অধিবেশনের শেষদিন, ঘোষণা হতে পারে সাইন ডাই

ওয়েব ডেস্ক: আজ বাদল অধিবেশনের শেষদিন। নিজেদের সংসদীয় রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে এনডিএ। তবে তার আগে জিএসটি সহ অন্যান্য বকেয়া বিলের ভবিষ্যত্‍ নিয়ে বৈঠকে বসেছে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি। সিসিপিএর বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে বকেয়া বিলগুলি নিয়ে। সিসিপিএর বৈঠকের পরই দলীয় বৈঠকের ডাক দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু । অন্যদিকে বিনা আলোচনায় আজ অধিবেশন শেষ হলে ঘোষণা হতে পারে সাইন ডাই ।

অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা হলে সেক্ষেত্রে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ পাবে কেন্দ্র। সেই অধিবেশনেই আনা হতে পারে জিএসটি সহ একাধিক বকেয়া বিল। সূত্রের খবর, বিহার নির্বাচনের আগে অগাস্ট মাসের মধ্যেই অধিবেশন ডাকতে পারে এনডিএ সরকার। তবে এখনও পর্যন্ত পণ্য পরিষেবা বিলের বিরোধীতায় অনড় কংগ্রেস। একজোট বাকী বিরোধী দলগুলোও। এই পরিস্থিতিতে আগামী দিনে কী হবে বকেয়া বিলের ভবিষ্যত্‍? তাই নিয়েই জল্পনা তুঙ্গে।

.