Opposition Meeting | INDIA: হাতিয়ার বহুত্ববাদ, বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের মহামঞ্চ 'INDIA'!

এর আগে বহুবার বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটকে আক্রমণ করার সময়ে বলা হয়েছে যে বিজেপি এক্সক্লুশনের রাজনীতি করে। বিশেষ করে দেশে সংখ্যালঘুদের বিষয়ে বিজেপি-র মনোভাবকে বরাবর আক্রমণ করে বলা হয়েছে যে বিজেপি সংখ্যালঘুদের এক্সক্লুড করার রাজনীতি করছে। ফলত এর বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বিরোধ জোটের নামে ‘ইনক্লুসিভ’ শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Updated By: Jul 18, 2023, 03:02 PM IST
Opposition Meeting | INDIA: হাতিয়ার বহুত্ববাদ, বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের মহামঞ্চ 'INDIA'!
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার বেঙ্গালুরুতে চলছে বিরোধী ঐক্যের দ্বিতীয় দিনের বৈঠক। এই বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি এই বিরোধী জোটের নাম ঠিক হওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মাঝে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি ট্যুইট নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে দেশের নাম ব্যবহার করে এই ফ্রন্ট-এর নাম হতে চলেছে ইন্ডিয়া। মনে করা হচ্ছে ইন্ডিয়া-র সম্পূর্ণ মানে হতে চলেছে ইন্ডিয়ান নাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। যদিও এই নামে এখনও অফিশিয়াল সিলমোহর পড়েনি বলেই জানা গিয়েছে।

 

আরও পড়ুন: Woman washed away: চোখের সামনেই ভেসে গেল মা, সন্তানের ক্যামেরায় বন্দি ভয়ংকর সেই দৃশ্য

এর আগে বহুবার বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটকে আক্রমণ করার সময়ে বলা হয়েছে যে বিজেপি এক্সক্লুশনের রাজনীতি করে। বিশেষ করে দেশে সংখ্যালঘুদের বিষয়ে বিজেপি-র মনোভাবকে বরাবর আক্রমণ করে বলা হয়েছে যে বিজেপি সংখ্যালঘুদের এক্সক্লুড করার রাজনীতি করছে। ফলত এর বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বিরোধ জোটের নামে ‘ইনক্লুসিভ’ শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Opposition Meeting: 'আমরা ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নই', স্পষ্ট বার্তা কংগ্রেসের

বৈঠকের শুরুতেই খাড়গে জানিয়েছেন, ‘বিজেপি নিজে থেকে ৩০৩টি আসন পায়নি। এটি তার মিত্রদের ভোট ব্যবহার করে ক্ষমতায় এসেছে এবং তারপরে তাদের সরিয়ে দেয়। আজ, বিজেপি সভাপতি এবং তাদের নেতারা তাদের পুরানো মিত্রদের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে রাজ্য থেকে রাজ্যে দৌড়াচ্ছেন’।  

 

পাশাপাশি তিনি বলেন, ‘এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয়। এটা আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা’। আমরা সচেতন যে রাজ্য স্তরে, আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি আদর্শগত নয়’।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা সবাই একসঙ্গে আছি। এই ছবিতেই দেখা যাচ্ছে সেটা। আর এই ছবি দেখে ওদের কী প্রতিক্রিয়া হচ্ছে দেখো! ওরা উদ্বিগ্ন (Worrid)’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.