Pakistan Bangladesh Terror Plot: টার্গেট দিল্লি, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি হামলার ছক বাংলাদেশের!
Pakistan Bangladesh Terror Plot: দেশজুড়ে সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা। দিল্লি ও পঞ্জাবে বিশেষ নজরদারিও নির্দেশ।
প্রমোদ শর্মা: হাসিনা সরকার আর নেই। বদলে গিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ। নতুন বছরে ভারতের এবার একযোগে জঙ্গি হামলা চালাতে পারে পাকিস্তান ও বাংলাদেশ! দেশজুড়ে সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা।
সূত্রের খবর, টার্গেট দিল্লি, পঞ্জাব আর উত্তরপ্রদেশ। পাকিস্তানের ISI আর বাংলাদেশি জঙ্গি নাশকতা পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের। বস্তুত, উত্তরপ্রদেশের কুম্ভমেলার উপরেও রাখছে জঙ্গিরা। সাধু ছদ্মবেশে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে। কুম্ভ মেলায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষছে পাক গুপ্তচর সংস্থা ISI।
ISI-র সঙ্গে হাত মিলিয়েছে পাক জঙ্গি সংগঠনগুলি। গোয়েন্দাদের রিপোর্ট, বাংলাদেশে জঙ্গিদের সাহায্যে ভারতে নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গিরা। নজরে এদেশের বড় শহরগুলি। হামলা হতে পারে দিল্লির জনবহুল কোনও এলাকা, পঞ্জাব, এমনকী দেশে যেকোনও মেট্রো শহরে। স্রেফ দেশের সমস্ত গোয়েন্দা সংস্থা সতর্ক করাই নয়, দিল্লি ও পঞ্জাবে বিশেষ নজরদারিও নির্দেশ দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)