ভারতীয় তীর্থযাত্রীদের জন্য করতারপুর করিডোর খোলার অনুরোধ Pakistan-র
পাকিস্তান জানিয়েছে তারা আশা করছে যে বাবা গুরু নানকের আসন্ন জন্মবার্ষিকী উপলক্ষে ভারত এই করিডোর দিয়ে তীর্থযাত্রীদের করতারপুর সাহিব যাওয়ার অনুমতি দেবে।
নিজস্ব প্রতিবেদন: করতারপুর করিডোর উদ্বোধনের দ্বিতীয় বার্ষিকীতে পাকিস্তান আবার এই করিডোর খুলে দেওয়ার জন্য আদেবন জানিয়েছে ভারতের কাছে। এই করিডোরটি ১৯ নভেম্বর গুরু নানকের জন্মদিনে খোলার আবেদন জানিয়েছে তারা।
পাকিস্তান বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী "আসন্ন ১৭ থেকে ২৬ নভেম্বর বাবা গুরু নানকের জন্মদিন উদযাপনে, আমরা ভারত এবং সারা বিশ্ব থেকে ভক্তদের আতিথেয়তা করার জন্য উন্মুখ।"
উল্লেখযোগ্যভাবে দুবছর আগে এই "করিডোর অফ হোপ"-এর উদ্বোধন হয়। দুই দেশের প্রধানমন্ত্রী বর্ডারের দুইপাশে নিজেদের দেশে এই করিডোরের উদ্বোধন করেন ৯ নভেম্বর ২০১৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরের মাধ্যমে প্রথম শিখ জাঠার উদ্বোধন করেন। এই জাঠা পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক আন্তর্জাতিক বর্ডার থেকে ৪.৫ কিলমিটার ভিতরে করতারপুর সাহিবের গুরদ্বার দরবার সাহিবে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সীমান্তের অন্যদিকে এই জাঠাকে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: Nawab Malik: ফড়নবীসের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে, এবার হাইড্রোজেন বোমা ফাটাব: নবাব মালিক
যদিও এই করিডোরটি ভারতীয় তীর্থযাত্রীদের জন্য মাত্র পাঁচ মাস খোলা ছিল। তারপরেই করোনা ভাইরাসের কারনে ১৬ মার্চ ২০২০ সালে বন্ধ হয়ে যায় এটি। সরকার উপাসনার জন্য অন্যান্য সমস্ত ধর্মীয় স্থানগুলিকে খোলার অনুমতি দিয়েছে। আতারি ওয়াঘা আন্তর্জাতিক সীমান্তের অনুষ্ঠানকেও জনসাধারণের দেখার অনুমতি দেওয়া হলেও করতারপুর করিডোর খোলা হয়নি।
জানা যায় শিখ নেতা গুরু নানক তাঁর জীবনের শেষ ১৮ বছর রাভী নদীর পশ্চিমে অবস্থিত এই করতারপুর গ্রামে কাটিয়েছিলেন।