৪৮ ঘণ্টায় তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘণ, পুঞ্চ সেক্টরে গুলি মর্টার হানা পাক সেনার, জখম এক

জুলাইয়ে ১৮ বার। অগাস্টের শুরুতেই এই নিয়ে ৯বার। সীমান্তে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকসেনার। কালকের পর আজ পুঞ্চ সেক্টরে গুলি মর্টার হানা। গুরুতর জখম এক নিরীহ গ্রামবাসী।  সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘণ করেছে পাক সেনা।

Updated By: Aug 5, 2015, 11:55 AM IST
৪৮ ঘণ্টায় তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘণ, পুঞ্চ সেক্টরে গুলি মর্টার হানা পাক সেনার, জখম এক

ওয়েব ডেস্ক: জুলাইয়ে ১৮ বার। অগাস্টের শুরুতেই এই নিয়ে ৯বার। সীমান্তে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকসেনার। কালকের পর আজ পুঞ্চ সেক্টরে গুলি মর্টার হানা। গুরুতর জখম এক নিরীহ গ্রামবাসী।  সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে তিনবার অস্ত্রবিরতি লঙ্ঘণ করেছে পাক সেনা।

এর আগেও সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ছিল পাকিস্তান। জম্মুতে আন্তর্জাতিক সীমা বরাবর মঙ্গলবার কানাচক ও পারগওয়ালে ১২টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে মর্টাল শেল ছুঁড়ে ছিল পাক সেনা। বিনা প্ররোচনায় এই হামলা করেছে পাক সেনা, এমন্টাই দাবি করেছিলেন এক ভারতীয় সেনা আধিকারিকের। তিনি জানিয়েছেন এরপর যোগ্য জবাবও দিয়েছে ভারতীয় সেনা।

.