পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতে চায়!
এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন। অঞ্জুমান মিনহাজ-ই-রাসুল নামের এক সংগঠনের চেয়ারম্যান মৌলানা সঈদ আতাহার হুসেন দেলাভি এমনই দাবি করলেন। সম্প্রতি দেলাভি পাক অধিকৃত কাশ্মীর ঘুরে সেখানকার লোকেদের সঙ্গে কথা বলেন। দেলাভির দাবি, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা নরেন্দ্র মোদী যেভাবে দেশ পরিচালনা করছেন তা দেখে ভারতে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন।
ওয়েব ডেস্ক: এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন। অঞ্জুমান মিনহাজ-ই-রাসুল নামের এক সংগঠনের চেয়ারম্যান মৌলানা সঈদ আতাহার হুসেন দেলাভি এমনই দাবি করলেন। সম্প্রতি দেলাভি পাক অধিকৃত কাশ্মীর ঘুরে সেখানকার লোকেদের সঙ্গে কথা বলেন। দেলাভির দাবি, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা নরেন্দ্র মোদী যেভাবে দেশ পরিচালনা করছেন তা দেখে ভারতে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন।
২০১৫ ভূমিকম্প ও তার আগের বছর বন্যায় যেভাবে ভারত সরকার অসহায় মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে সেই ঘটনাগুলোও নাড়া দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের। তিনি এমনও দাবি করেছেন, পাক অধিকৃত কাশ্মীরে গণভোট নেওয়া হলে অধিকাংশ মানুষই ভারতে থাকতে চাইবে। এরপর দেলাভি আরও বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শরিফের সামনে সেখানকার বাসিন্দারা স্লোগান তুলছিলেন, 'গো নওয়াজ গো'।
দেলাভির কথায় পাকিস্তান সরকারের কাজকর্মে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। কর্মসংস্থানহীনতা, অনুন্নয়নে হতাশ হয়ে পড়ছে সেখানকার তরুণ সমাজ। এদিকে, মোদীর উন্নয়ন যজ্ঞের কথা মিডিয়ায় পড়ে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা চাইছেন তাদের এলাকা ভারত সরকারের অধীনে চলে যাক। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তান সরকারের অবজ্ঞার অভিযোগ অবশ্য নতুন নয়। পাকিস্তানেরই বেশ কয়েকটি সংবাদপত্রে লেখা হয়েছে ইসলামবাদের সুনজর কখনই পায় না পাক অধিকৃত কাশ্মীর। পাক সরকারের ক্রমাগত অবহেলা, স্থানীয় মানুষদের ক্ষোভের সুযোগ নিয়ে এই অঞ্চলে জঙ্গিদের ট্রেনিং দেওয়ার কাজ চলে বলেও অভিযোগ।