ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে পাক সেনার গুলি
আরও একবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার রাতে পুঞ্চে এলওসি বরাবর গুলি চালাল পাক সেনা। প্রত্যুত্তরে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও একবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার রাতে পুঞ্চে এলওসি বরাবর গুলি চালাল পাক সেনা। প্রত্যুত্তরে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
পুঞ্চের খারি কারমারা অঞ্চলের বেশ কিছু ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনা।
সূত্রে খবর, আজ রাত ৩টে অবধি দু`পক্ষের মধে গুলি বিনিময় হয়েছে।
চলতি সপ্তাহের মঙ্গলবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে গুলি চালিয়েছিল পাক সেনা। পুঞ্চের চাকান দা বাগে পাক সেনার গুলিতে প্রাণ হারান পাঁচ ভারতীয় জওয়ান।
এই ঘটনার জেরে দু`দেশের মধ্যের শান্তি প্রক্রিয়ায় আঁচর লাগে। চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। যদিও এর পরেও মৌখিক আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে উদ্যোগী হইয়েছিল ভারত।
তবে আজকে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর আলোচনার পরিবেশে আদৌ রইল কি না এখন সেই নিয়ে প্রশ্ন উঠছে।