গুজরাট উপকুলের কাছে পাকিস্তানি নৌকা আটক করল উপকূল রক্ষীবাহিনী!

গুজরাট উপকুলের কাছে একটি পাকিস্তানি নৌকা আটক করল উপকূল রক্ষীবাহিনী। আজ সকালে আরব সাগরে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ে পাকিস্তানি নৌকা। বিষয়ে উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে। কোস্ট গার্ডের নজরদারি জাহাজ সমুদ্র পাবক পাক নৌকাটি আটক করে। নৌকায় নয়জন যাত্রী ছিল। যাত্রী সমেত নৌকাটি পোরবন্দরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক অনুমান, পাক নৌকার যাত্রীরা সকলেই মত্‍সজীবী।

Updated By: Oct 2, 2016, 05:21 PM IST
গুজরাট উপকুলের কাছে পাকিস্তানি নৌকা আটক করল উপকূল রক্ষীবাহিনী!

ওয়েব ডেস্ক: গুজরাট উপকুলের কাছে একটি পাকিস্তানি নৌকা আটক করল উপকূল রক্ষীবাহিনী। আজ সকালে আরব সাগরে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়ে পাকিস্তানি নৌকা। বিষয়ে উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে। কোস্ট গার্ডের নজরদারি জাহাজ সমুদ্র পাবক পাক নৌকাটি আটক করে। নৌকায় নয়জন যাত্রী ছিল। যাত্রী সমেত নৌকাটি পোরবন্দরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক অনুমান, পাক নৌকার যাত্রীরা সকলেই মত্‍সজীবী।

আরও পড়ুন ভারত কোনও দেশকে কোনও দিন আক্রমণ করে না : প্রধানমন্ত্রী

যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষত গুজরাট উপকূল সংলগ্ন অঞ্চলে চলছে কড়া নজরদারি। এই পরিস্থিতিতে ভারতীয় জলসীমায় পাক নৌকার অনুপ্রবেশ হালকাভাবে দেখছে না উপকূলরক্ষীবাহিনী।

আরও পড়ুন  ৫৬ নয় মোদীর ছাতি এখন ১০০ ইঞ্চির, বললেন শিবরাজ সিং চৌহান

.