রাজস্থানে প্যান্ডেল ভেঙে মৃত্যু কমপক্ষে ১৪, আহত অনেক

জানা যাচ্ছে, বারমেরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির ছিলেন বহু ভক্ত। খারাপ আবহাওয়া দরুন ঝড়ে প্যান্ডেল ভেঙে পড়ে

Updated By: Jun 23, 2019, 06:30 PM IST
রাজস্থানে প্যান্ডেল ভেঙে মৃত্যু কমপক্ষে ১৪, আহত অনেক
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: ঝোড়ো হাওয়া প্যান্ডেল ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত ২৪ জনের বেশি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে।

জানা যাচ্ছে, বারমেরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে হাজির ছিলেন বহু ভক্ত। খারাপ আবহাওয়া দরুন ঝড়ে প্যান্ডেল ভেঙে পড়ে। প্যান্ডেলে চাপে পড়ে মৃত্যু হয় ১২ জনের। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুর থেকে পাঁচশো কিলোমিটার দূরে বারমেরে রানি ভাটিয়ানি মন্দিরে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক। জানা যাচ্ছে, আহতদের বালোত্রার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- জীবন বদলে গেল পুলিস কনস্টেবলের, লটারিতে পেলেন দু'কোটি টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে শোকবার্তা প্রকাশ করেছেন। রাজস্থানের বারমেরে ঘটনা দুর্ভাগ্যজনক। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরগ্যের কামনাও করেন প্রধানমন্ত্রী।

.