এম জি আর-এর নামে কয়েন ও স্ট্যাম্প চেয়ে মোদীকে চিঠি পন্নিরসেলভমের

তামিলনাড়ুর তুমুল জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রনের জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রকে মুদ্রা (কয়েন) ও ডাক টিকিট (পোস্টাল স্ট্যাম্প) চালু করার অনুরোধ জানালেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে পন্নিরসেলভম এম জি আরকে একজন 'ইনসপিরেশনাল ফিগার' বেল উল্লেখ করেছেন।

Updated By: Jan 6, 2017, 06:04 PM IST
এম জি আর-এর নামে কয়েন ও স্ট্যাম্প চেয়ে মোদীকে চিঠি পন্নিরসেলভমের

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর তুমুল জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রনের জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রকে মুদ্রা (কয়েন) ও ডাক টিকিট (পোস্টাল স্ট্যাম্প) চালু করার অনুরোধ জানালেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে পন্নিরসেলভম এম জি আরকে একজন 'ইনসপিরেশনাল ফিগার' বেল উল্লেখ করেছেন।

আরও পড়ুন- গরীবদের অ্যাকাউন্টে টাকার ডিরেক্ট ট্রানজেকশন, বাজেটে চমক থাকতে পারে সরকারের

পন্নিরসেলভম আরও জানিয়েছেন, তাঁর রাজ্যের মুখ্যসচিব গিরীজা বৈদ্যনাথনকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এম জি আর সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য কেন্দ্রকে পাঠানোর জন্য। উল্লেখ্য, ভারতরত্ন সম্মানে সম্মানিত এই রাজনৈতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আগামী ১৭ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- পঞ্জাব-উত্তরপ্রদেশে ভোটের আগে নোট বাতিলের পদক্ষেপ নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ

.