বিরোধীদের বিক্ষোভে অধিবেশন মুলতুবী

বিরোধীদের হট্টগোলে দুপুর পর্যন্ত মুলতুবী হয়ে গেল সংসদের কাজ। কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। লোকসভা ও রাজ্যসভায় প্রশ্নত্তর পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিজেপি সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।

Updated By: May 3, 2013, 01:08 PM IST

বিরোধীদের হট্টগোলে দুপুর পর্যন্ত মুলতুবী হয়ে গেল সংসদের কাজ। কয়লা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। লোকসভা ও রাজ্যসভায় প্রশ্নত্তর পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিজেপি সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।
আকালি দলের সাংসদরা লোকসভার ভিতরেই ১৯৮৪-র দাঙ্গায় বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে ওয়েলে নেমে প্রতিবাদ করেন। আকালি দলের দাবিতে সুর মেলায় টিডিপি ও ভারতীয় জনতা দল। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখান সাংসদরা।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবিতে বিজেপি শ্লোগান দিলে অধিবেশন মুলতুবী করতে বাধ্য হন অধ্যক্ষ। বিজেপির দাবি, গোটা সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। কয়লা কেলেঙ্কারিতে কংগ্রেসের ভাবমুর্তি কালিমালিপ্ত হয়েছে বলে শ্লোগান তোলেন সাংসদরা। প্রথমটায় প্রশ্নোত্তর পর্ব স্বাভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হন মীরা কুমার।
একই ছবি ধরা পড়ে রাজ্যসভাতেও। উচ্চকক্ষেও বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। কিছুক্ষণের মধ্যেই দুপুর পর্যন্ত মুলতুবী হয়ে যায় রাজ্যসভার কাজও।

.