Tamil Nadu Molestation: চার্চে বালিকাদের শ্লীলতাহানি! গ্রেফতার পাদ্রী
ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করল পুলিস।
![Tamil Nadu Molestation: চার্চে বালিকাদের শ্লীলতাহানি! গ্রেফতার পাদ্রী Tamil Nadu Molestation: চার্চে বালিকাদের শ্লীলতাহানি! গ্রেফতার পাদ্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/08/09/384916-rajata.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: চার্চে বালিকাদের শ্লীলতাহানি! তামিলনাড়ুতে এক পাদ্রীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হল।
জানা গিয়েছে, ধৃতের পাদ্রীর নাম জন রবার্ট। তামিলনাড়ুর রামশ্বরম শহরের অরুল আনন্দধর চার্চের সঙ্গে যুক্ত তিনি। বাবা-মায়ের সঙ্গে এই চার্চে প্রার্থনা করতে আসে বালিকারাও। তাদের টার্গেট করত খোদ চার্চের পাদ্রীই! অভিযোগ, চার্চে যারা প্রার্থনা করত আসত, সেইসব বালিকাদের শ্লীলতাহানি করত জন।
আরও পড়ুন: Kerala: অভিনব! উদ্ধারকারীদের জন্য হাসপাতাল তৈরি করছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীরাই
পাদ্রীর 'কুর্কীতি' কীভাবে ফাঁস হল? থানায় নয়, তামিলনাড়ু সরকারের শিশু কল্যাণ বিভাগে অভিযোগ দায়ের করেন নির্যাতিতারা। সেই অভিযোগের ভিত্তিতে অত্যন্ত গোপনে অভিযুক্ত জন রবার্টের বিরুদ্ধে তদন্ত করেন সরকারি আধিকারিকরা। শুধু তাই নয়, সেই তদন্তের অভিযোগের সত্যতার প্রমাণ মেলে। তারপর? অরুল আনন্দধর চার্চের পাদ্রী জন রবার্টের বিরুদ্ধে স্থানীয় মান্ডাপম থানায় অভিযোগ দায়ের করেন শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন: 100% লভ! HIV+ প্রেমিকের রক্ত নিজের শরীরে ইনজেক্ট করল পনেরোর কিশোরী...