উত্তরকাশীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২২

উত্তরকাশীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২২ জনের। আহত হয়েছেন ৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাসটি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভাগিরথী নদীতে পড়ে যায়। মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছে উত্তরাখন্ড সরকার। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও।

Updated By: May 24, 2017, 12:30 PM IST
উত্তরকাশীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২২

ওয়েব ডেস্ক: উত্তরকাশীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২২ জনের। আহত হয়েছেন ৮ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাসটি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভাগিরথী নদীতে পড়ে যায়। মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছে উত্তরাখন্ড সরকার। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও।

উল্লেখ্য, গত শুক্রবার ১৯শে মে পাহাড়ি রাস্তায় বিষ্ণুপ্রয়াগের কাছে হাতিপর্বত এলাকায় ভয়াবহ ধস নামে। থমকে যায় চারধাম যাত্রা। আটকে পড়েন প্রায় ১৫ হাজার যাত্রী। (আরও পড়ুন- ফেল করার ৩ মাসের মধ্যে ফের একবার সুযোগ ছাত্রছাত্রীদের, নিয়ম আনছে কেন্দ্র)

.