বিজেপির প্রতি বিরক্ত মানুষ, আদবানির বোমা

বোমা ফাটালেন লালকৃষ্ঠ আদবানি। বিজেপির লৌহপুরুষ বললেন, কংগ্রেসের পাশাপাশি বিজেপির প্রতিও কোনওভাবে বিরক্ত সাধারণ মানুষ। একটি সাক্ষাত্কারে আদবানি বলেন, গত কয়েক বছর ধরে দেখছি, "জনগণ দেশের বর্তমান শাসক দলের ওপর ক্ষেপে উঠলেও বিজেপির ওপরও সমানভাবে অসন্তুষ্ট এতে আমি খুব হতাশ"। আগামি লোকসভা নির্বাচনে দলের ভাল ফলাফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন আদবানি। বলেছেন, এই ক বছরে কংগ্রেসের বিরুদ্ধে যে হাওয়া উঠছে তা বিজেপি তো কাজে লাগাতে পারেইনি। বরং কোথাও কোথাও কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে।

Updated By: Mar 9, 2013, 09:36 PM IST

বোমা ফাটালেন লালকৃষ্ঠ আদবানি। বিজেপির লৌহপুরুষ বললেন, কংগ্রেসের পাশাপাশি বিজেপির প্রতিও কোনওভাবে বিরক্ত সাধারণ মানুষ। একটি সাক্ষাত্কারে আদবানি বলেন, গত কয়েক বছর ধরে দেখছি, "জনগণ দেশের বর্তমান শাসক দলের ওপর ক্ষেপে উঠলেও বিজেপির ওপরও সমানভাবে অসন্তুষ্ট এতে আমি খুব হতাশ"। আগামি লোকসভা নির্বাচনে দলের ভাল ফলাফল নিয়েও সংশয় প্রকাশ করেছেন আদবানি। বলেছেন, এই ক বছরে কংগ্রেসের বিরুদ্ধে যে হাওয়া উঠছে তা বিজেপি তো কাজে লাগাতে পারেইনি। বরং কোথাও কোথাও কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে।
২০১০ সালে কর্ণাটকে প্রাক্তন দলীয় মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে বলেছেন, দুর্নীতির সঙ্গে বিন্দুমাত্র আপস নয়, এমন কঠোর মনোভাবই দেখানোর কথা বিজেপির। কিন্তু কর্ণাটকে আমরা যা করলাম, তা আমাকে হতাশ করেছে
নরেন্দ্র মোদীর উত্থানের পর দলে ক্রমশই পিছনের দিকে চলে যাচ্ছেন বিজেপির এই প্রবীণ সাংসদ। সেই হতাশা থেকে এমন মারাত্মক কথা আদবানি বললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

.