সময়ে সংসদে পৌঁছতে দৌড় রেলমন্ত্রীর, এটাই নতুন ভারত, বলছে বিজেপি
মন্ত্রিসভার বৈঠক থাকায় দেরি করে ফেলেন পীযূষ গোয়েল।
নিজস্ব প্রতিবেদন: সংসদ চত্বরে গাড়ি থেকে নেমেই পড়িমড়ি করে দৌঁড় দিলেন রেলমন্ত্রী। আশেপাশের সকলেই তখন বিস্মিত। আসলে সংসদে নির্ধারিত সময়ে ঢুকতে দেরি করে ফেলেছিলেন পীযূষ গোয়েল। সে কারণেই দৌড়ে যত তাড়াতাড়ি সম্ভব সংসদে ঢোকার চেষ্টা করলেন। ওই ছবিটিই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বেসরকারি অফিসে 'লেট' করলে কাটা যায় মাইনে। অথবা সইতে হয় বসের মুখ ঝামটা। আর তাই অফিসে টাইমে বেসরকারি অফিসের লোকজনের দৌড় অফিসপাড়ার পরিচিত ছবি। সেই ছবিই এবার সংসদে। দেরি করায় ছুট দিলেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কেন?
বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেখানে হাজির ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও। আবার সকাল ১১টায় লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও ছিল। সেখানে রেলমন্ত্রক সংক্রান্ত সাংসদদের প্রশ্নের উত্তর দিতে হত পীযূষ গোয়েলকে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বেশি সময় লেগে যায়। দেরি করে ফেলেন পীযূষ। আর প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রক সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেই হত তাঁকে। সে কারণে সংসদ চত্বরে নেমেই দৌড় দেন পীযূষ গোয়েল।
গুজরাটের বিজেপি সাংসদ প্রভু বসাবা ছবি দিয়ে টুইট করেন, প্রশ্নোত্তর পর্বে দেরি যাতে নয়, সেজন্য নতুন ভারতের প্রাণবন্ত রেলমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর দৌড়ে সংসদে ঢুকলেন।
नव भारत के ऊर्जावान मंत्री आदरणीय @PiyushGoyal जी कैबिनेट मीटिंग की समाप्ति के बाद भागते हुए संसद में पहुँचे ताकि प्रश्न काल में देर ना हो जाए। pic.twitter.com/PwPrERv9zl
— Prabhu Vasava MP (@prabhunvasava) December 4, 2019
রেলমন্ত্রীর দৌড়ের প্রশংসা ও সমালোচনা দুই-ই হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজেপি সাংসদ রবি কিসানের টুইট, আপনাকে সেলাম।
Minister @PiyushGoyal running to attend question hour on time after the cabinet meeting. Hats off! pic.twitter.com/f2CWqL7NTJ
— Ravi Kishan (@ravikishann) December 4, 2019
কেউ লিখেছেন, ওনার কাজের ধরন, দায়বদ্ধতা, সময়ানুবর্তিতা প্রশংসনীয়।
কেউ লিখেছেন, নেতা শিক্ষিত হলে সময়ের কাজ সময়ে শেষ করেন।
Honestly....I like his work , working style, attitude , commitment , deadline etc.
— Amit Sharma (@sharma125) December 4, 2019
इसलिए नेता हमेसा पढ़ा लिखा होना चाहिए, तब वह हर काम समय पर करते है, और @PiyushGoyal जी एक #CA है.
और समय का सदुपयोग और महत्व एक #CA से बेहतर कौन समझेगा. ऐसे और मंत्री चाहिए....
— Rony Sharma (@Rony_iamIndian) December 4, 2019
হাসিঠাট্টাও হয়েছে তুমুল। কেউ লিখেছেন, জেনারেল বগির নিজের আসন পেতে দৌড় দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কারও কটাক্ষ, ইশ! যদি ওনার মতো সময়ে ট্রেন পৌঁছত।
When you find out there's biryani for lunch
— Raghav Chopra (@RaghavChopra_) December 4, 2019
Wish Indian Railway also run like him , when late @PiyushGoyal
— Navneet Kumar (@navneet_nit) December 4, 2019
কারও টুইট, সাংবাদিকদের প্রশ্ন এড়াতে পালাচ্ছেন গোয়েল।
Piyush Goyal avoiding questions on phenomenal railway earnings!
— Kiran/کرن/किरण (@Chivas_Desi) December 4, 2019
पत्रकारो के सवालों से डर कर भागते हुए
— Arun kumar yadav (@ArunBangi1994) December 4, 2019
এদিন লোকসভায় ভারতীয় রেলে বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান পেশ করেন পীযূষ গোয়েল।
আরও পড়ুুন- ভার লাঘবে সাড়া, BSNL ও MTNL-এর ৯২,০০০ কর্মী নিলেন স্বেচ্ছাবসর