মমতা-মনমোহন বৈঠক, আশার আলো দেখছে রাজ্য

আর্থিক প্যাকেজ ও তিন বছরের জন্য ঋণের সুদ মকুবের দাবি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধেয় রেসকোর্স রোডে দুজনের মধ্যে মিনিট ১৫`র বৈঠক হয়। এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Aug 23, 2012, 10:30 PM IST

আর্থিক প্যাকেজ ও তিন বছরের জন্য ঋণের সুদ মকুবের দাবি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধেয় রেসকোর্স রোডে দুজনের মধ্যে মিনিট ১৫`র বৈঠক হয়। এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে, তিনি জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সুদ মকুব নিয়ে তাঁর কোনও কথা হয়নি। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়েই তিনি কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।
ক্যাগ রিপোর্টে প্রকাশিত কয়লা কেলেঙ্কারি নিয়ে চাপে রয়েছে ইউপিএ সরকার। বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে দাঁড়িয়েছেন। সংসদের অধিবেশন চলাকালীন বিরোধীদের আক্রমণের সামনে তৃণমূলের সমর্থন প্রয়োজন প্রধানমন্ত্রীর।
বুধবার, ইউপিএ সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত থেকে কংগ্রেসকে ইতিবাচক বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সমন্বয় কমিটির বৈঠকের ফাঁকে তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। এই অবস্থায়, ইউপিএ-র পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এ নিয়েই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয় বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে রাজ্যের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পকে রেলের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য, মুখ্যমন্ত্রী আজ তাঁকে ধন্যবাদ জানান।  

.