New Series of Coins: নতুন ধাঁচের মুদ্রা 'মনে করাবে গৌরবের অতীত'

'আজাদি কা অমৃত মহোৎসব'-এর উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ধাঁচের কয়েনের উদ্বোধন করলেন।

Updated By: Jun 6, 2022, 04:56 PM IST
New Series of Coins: নতুন ধাঁচের মুদ্রা 'মনে করাবে গৌরবের অতীত'

নিজস্ব প্রতিবেদন: অচিরেই বাজারে আসতে চলছে বেশ কয়েকটি ডিনোমিনেশনের মুদ্রা। যা দৃষ্টিহীনদের ব্যবহারোপযোগীও। প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে মুদ্রাগুলি প্রকাশ করেছেন।

'আজাদি কা অমৃত মহোৎসব'-এর উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ধাঁচের কয়েনের উদ্বোধন করলেন। ১টাকা, ২টাকা, ৫টাকা, ১০টাকা ও ২০টাকার কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অচিরেই বাজারে আসতে চলা এই কয়েনগুলি দৃষ্টিহীনদের ব্যবহারের উপযোগী করেই নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী কয়েন প্রকাশ করে তাঁর ভাষণে বলেনও-- এই মুদ্রাগুলি দেশবাসীকে তাঁদের গৌরবের কালকে মনে করাবে এবং আগামি দিনে আরও উন্নত ভারত গড়তে তাঁদের প্রেরণা দেবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Indian Currency: এবার ভারতীয় নোটে রবীন্দ্রনাথ ও কালামের ছবি?

.